Delhi Metro

দিল্লি মেট্রোয় অশালীন আচরণ! অভিযুক্তের ছবি প্রকাশ করে চিহ্নিত করার আর্জি জানাল পুলিশ

মেট্রোর কোচের ওই ভিডিয়ো ভাইরাল হয়ে ওঠার পর স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ। ওই ব্যক্তির বিরুদ্ধে অশ্লীল কাজকর্ম করার অভিযোগে রুজু করা হয়েছে মামলা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ মে ২০২৩ ১৭:৩৮
Share:

প্রকাশ্যে আনা হল অভিযুক্তের ছবি। — ফাইল চিত্র।

দিল্লি মেট্রোয় হস্তমৈথুনের অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। বুধবার সেই ব্যক্তির ছবি প্রকাশ্যে এনে তাঁকে চিহ্নিত করার জন্য যাত্রীদের কাছে আর্জি জানাল দিল্লি পুলিশ। মেট্রোর ডিসিপি এই ব্যক্তির ছবি টুইট করেছেন। মেট্রোয় বসে এক ব্যক্তির হস্তমৈথুনের একটি ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে। তা নিয়ে দায়ের হয়েছে অভিযোগও। খোঁজ চলছে সেই অভিযুক্তের। এই প্রেক্ষিতেই অভিযুক্ত সম্পর্কে তথ্য জানানোর জন্য ফোন নম্বর দেওয়া হয়েছে পুলিশের তরফে।

Advertisement

মেট্রোর কোচের ওই ভিডিয়ো ভাইরাল হয়ে ওঠার পর স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ। ওই ব্যক্তির বিরুদ্ধে অশ্লীল কাজকর্ম করার অভিযোগে রুজু করা হয়েছে মামলা। দিল্লির মহিলা কমিশনের চেয়ারপার্সন বিষয়টিকে ‘‘চুড়ান্ত বিরক্তিকর এবং অসুস্থ মানসিকতার পরিচায়ক’’ বলে অভিহিত করেছেন। পাশাপাশি, ওই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি করেছেন তিনি।

এমন কাণ্ড প্রকাশ্যে আসার পর যাত্রীর শালীনতা বজায় রাখার বিজ্ঞপ্তি জারি করেছে দিল্লি মেট্রো। সাদা পোশাকে মেট্রোয় নজরদারি চালানোর পরিকল্পনাও করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement