শনিবারের চেয়ে সামান্য কমেছে কলকাতার তাপমাত্রা। —ফাইল চিত্র।
কলকাতায় সামান্য নামল তাপমাত্রার পারদ। শনিবারের চেয়ে এক ডিগ্রি কমেছে তাপমাত্রা। তবে উত্তুরে হাওয়া এখনও বাধা পাচ্ছে। ফলে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা দেখছেন না আলিপুরের আবহাওয়াবিদেরা। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিনেও তাপমাত্রার খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই।
রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৩ ডিগ্রি বেশি। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৫ ডিগ্রির বেশি ওঠেনি। বুধবার থেকে নতুন পশ্চিমি ঝঞ্ঝা ঢুকবে। ফলে আবার তাপমাত্রা বাড়তে পারে। পশ্চিমি ঝঞ্ঝা এবং পূবালী হাওয়ার সংঘাতে সপ্তাহান্তে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
আপাতত রাজ্যের সর্বত্র শুকনো হাওয়াই থাকবে। শুক্রবার এবং শনিবার হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিঙে। পাহাড়ি এলাকায় তুষারপাতও হতে পারে। ঘন কুয়াশা থাকবে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। এই জেলাগুলিতে সকালের দিকে দৃশ্যমানতা নামতে পারে ২০০ থেকে ৫০ মিটারের নীচে।
দক্ষিণবঙ্গেও কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। আগামী পাঁচ দিনে উত্তর বা দক্ষিণবঙ্গে তাপমাত্রার হেরফের হবে না।
রবিবার পুরুলিয়ায় পারদ নেমে গিয়েছিল ৯.১ ডিগ্রি থেকে, যা কালিম্পঙের (৯) প্রায় সমান। দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া, ঝাড়গ্রামে ১০.৫ ডিগ্রি, কল্যাণীতে ১১.৪ ডিগ্রি, আসানসোলে ১১.৫, পানাগড়ে ১১.৮, বহরমপুরে ১১.৪, শ্রীনিকেতনে ১১.৬ ডিগ্রিতে নেমেছিল পারদ।