Saif Ali Khan Attacked

সইফ-কাণ্ড: নেই ভারতীয় নথি, ধৃত সম্ভবত বাংলাদেশি, জানাল মুম্বই পুলিশ

সইফ আলি খান-কাণ্ডে কি বাংলাদেশি যোগ রয়েছে? মুম্বই পুলিশের প্রাথমিক সন্দেহ তেমনটাই।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ ১০:৩৮
Share:

সইফ-কাণ্ডে বাংলাদেশি যোগ! ছবি: সংগৃহীত।

সইফ আলি খানের উপর হামলার তিন দিন পর মুম্বইয়ের ঠাণে থেকে গ্রেফতার এক সন্দেহভাজন। রবিবার সকালে মুম্বই পুলিশের দাবি, ধৃত শরিফুল ইসলাম বাংলাদেশি নাগরিক হতে পারেন। কারণ, তাঁর কাছে কোনও ভারতীয় নথি এখনও পর্যন্ত পাওয়া যায়নি। আরও জানা গিয়েছে, অভিনেতার বাড়ি থেকে ৩৫ কিলোমিটার দূরে গা ঢাকা দিয়েছিলেন ধৃত। সেখান থেকে ধরা হয়েছে ওই ব্যক্তিকে। আজই ধৃতকে আদালতে তোলা হবে।

Advertisement

মুম্বই পুলিশের (অপরাধ দমন) ডিসিপি দীক্ষিত গেদাম সংবাদমাধ্যমকে বলেছেন, “ধৃতের থেকে ভারতীয় নাগরিকত্বের প্রমাণস্বরূপ কোনও নথি পাওয়া যায়নি। তাই প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ওই ব্যক্তি বাংলাদেশের নাগরিক হতেও পারেন। বুধবার রাতে সম্ভবত চুরির উদ্দেশ্য নিয়েই সইফ আলি খানের বাড়িতে ঢুকেছিলেন ওই ব্যক্তি।”

প্রসঙ্গত, রবিবার ভোরে মহারাষ্ট্রের ঠাণে এলাকা থেকে গ্রেফতার করা হয় ধৃতকে। গত বুধবার গভীর রাতে মুম্বইয়ের বান্দ্রা এলাকায় অভিনেতার বাড়িতে ঢুকে পড়েছিলেন তিনি বলে দাবি প্রশাসনের। পরে ওই ব্যক্তিই অভিনেতার উপর ধারালো ছুরি নিয়ে চড়াও হয় বলে অভিযোগ। ছ’টি জখম নিয়ে সইফকে লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয় বৃহস্পতিবার ভোরে। তার পর থেকেই ওই দুষ্কৃতীর খোঁজে চিরুনিতল্লাশি চালাচ্ছিল মুম্বই পুলিশের ৩০টি দল।

Advertisement

এই অভিযানে যুক্ত মুম্বই পুলিশের ডিসিপি পদমর্যাদার এক আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ঠাণে এলাকা থেকে ওই ব্যক্তিকে ঘুমন্ত অবস্থায় পাওয়া যায়। ঝোপ-জঙ্গলের মধ্যে জড়ো করা শুকনো ঘাসের মধ্যে শুয়ে ছিল সে। পুলিশের দাবি, তার কাছ থেকে কাস্তে জাতীয় ধারালো অস্ত্র এবং একটি তোয়ালে পাওয়া গিয়েছে।

প্রাথমিক জেরায় ওই ব্যক্তি নিজের নাম বিজয় দাস বললেও পরে মহম্মদ সজ্জাদ বলে দাবি করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement