ছবি: এক্স থেকে নেওয়া।
নীচ দিয়ে বয়ে চলেছে নদী। তার উপরেই রেললাইন। রেললাইনের উপর দিয়েই বাইক চালাচ্ছেন এক তরুণ। বাইকে বসে রয়েছেন আরও দু’জন আরোহী। সমাজমাধ্যমে এই রিল ভিডিয়ো পোস্ট করতেই তা নিয়ে শুরু হল হইচই (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘ঝাড়খণ্ড রেল ইউজ়ার্স’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি পোস্ট করে জানানো হয়েছে যে, রিল বানাবেন বলে এক তরুণ রেললাইনের উপর বাইক চালাচ্ছেন। তাঁর সঙ্গে রয়েছেন দু’জন আরোহীও। দেখা যাচ্ছে, সেতুর নীচ দিয়ে বয়ে যাচ্ছে নদী। এমন বিপজ্জনক ভাবে ভিডিয়ো তৈরি করে তা আবার সমাজমাধ্যমে পোস্ট করেছেন তরুণ। জানা গিয়েছে, তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা।
ভিডিয়োটি পোস্ট করে রেল কর্তৃপক্ষের নজর কাড়া হয়েছে। কম সময়ের মধ্যে ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে। তরুণকে ঘিরে সমালোচনার ঢেউ উপচে পড়ছে। এক নেটব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘‘রিল বানাতে গিয়ে নিজের জীবনের ঝুঁকি নিতেও পিছপা হননি ওই তরুণ। প্রাণও হারাতে পারত তিন জনেই।’’ আবার নেটাগরিকদের একাংশ দাবি করেছেন যে, ওই তরুণের বিরুদ্ধে যেন কড়া পদক্ষেপ করা হয়।