Buddhadeb Bhattacharjee death

বুদ্ধদেবের প্রয়াণে ভেঙে পড়েছেন প্রসেনজিৎ, ‘আদর্শের প্রতি একনিষ্ঠ ছিলেন’, মত ঋতুপর্ণার

বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকবার্তা দিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। কী জানালেন তাঁরা?

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৪ ১৫:১৮
Share:

বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকবার্তা দিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে টলিপাড়ায় শোকের আবহাওয়া। অনেকেই সমাজমাধ্যমে শোক জানিয়েছেন। বুদ্ধদেবের সঙ্গে দীর্ঘ দিনের পরিচয় ছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তের। কী জানালেন টলিপাড়ার জনপ্রিয় জুটি?

Advertisement

ঋতুপর্ণা বলেন, ‘‘খুবই দুঃখজনক ঘটনা। অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন। আমি হাসপাতালে দেখতেও গিয়েছিলাম।’’ ঋতুপর্ণা জানান, তাঁর বিয়েতে একই সঙ্গে রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং বুদ্ধদেব উপস্থিত হয়েছিলেন। অভিনেত্রীর কথায়,‘‘আমাকে দু’জনেই আশীর্বাদ করেছিলেন।’’

ঋতুপর্ণার মতে, বুদ্ধদেব ভট্টাচার্যের মতো ব্যক্তিরা বিরল। তিনি বলেন, ‘‘তাঁদের ত্যাগ, মানসিকতা, শিক্ষা আমাদের সমাজকে সব সময় সমৃদ্ধ করেছে।’’ অভিনেত্রীর মতে, বুদ্ধদেব প্রয়াত হলেও তাঁর কাজ মানুষ মনে রাখবেন। ঋতুপর্ণা বলেন, ‘‘নিজের আদর্শের প্রতি একনিষ্ঠ ছিলেন তিনি। আমি তাঁকে প্রণাম জানাই।’’

Advertisement

অন্য দিকে বৃহস্পতিবার শহরে নেই প্রসেনজিৎ। শুটিংয়ের জন্য তিনি মুম্বইয়ে রয়েছেন। তবে ঘনিষ্ঠ সূত্রে খবর, বুদ্ধদেবের প্রয়াণের খবর পেয়ে তিনি খুবই ভেঙে পড়েছেন। ফোনেও তিনি অধরা। তবে সমাজমাধ্যমে শোকবার্তা জানিয়েছেন প্রসেনজিৎ। বুদ্ধদেবের ছবি পোস্ট করে তিনি লেখেন,‘‘এক জন সত্যিকারের ভাল, গুণী মানুষ চলে গেলেন। ভাল থাকবেন। বুদ্ধবাবুর পরিবারের প্রতি রইল আমার আন্তরিক সমবেদনা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement