কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।
আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ। সম্প্রতি এমনটা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের তরফে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ে একটি বিভাগে শিক্ষক নিয়োগ করা হবে। এর জন্য আগ্রহীদের আবেদন জানাতে হবে অনলাইনে। যে প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লায়েড সাইকোলজি বা মনোবিদ্যা বিভাগে এই নিয়োগ হবে গেস্ট ফ্যাকাল্টি বা অতিথি শিক্ষক পদে। শূন্যপদ রয়েছে তিনটি। তাঁদের কগনিটিভ সাইকোলজি, ব্রেন অ্যান্ড বিহেভিয়ার, অ্যাপ্লায়েড সোশ্যাল সাইকোলজি, কমিউনিটি সাইকোলজি, লাইফ স্প্যান সাইকোলজি-সহ নানা বিষয় পড়াতে হবে। দিনে সর্বাধিক ৪টে এবং মাসে সর্বাধিক ২৪টি ক্লাস নিতে হবে নিযুক্তদের।
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য কোনও বয়সসীমার কথা উল্লেখ করা হয়নি বিজ্ঞপ্তিতে। তবে জানানো হয়েছে, নিযুক্তদের পারিশ্রমিক হবে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত নিয়ম মেনে। আবেদনের জন্য যোগ্যতার মাপকাঠি স্থির করা হয়েছে ইউজিসি (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন) নির্ধারিত যোগ্যতামান অনুযায়ী।
আগ্রহীদের জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ১৭ জানুয়ারি আবেদনের শেষ দিন। এর পরে সংশ্লিষ্ট পদে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বাকি তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।