বসিরহাট আদালতের এক বিচারককে হেনস্থার অভিযোগ আইনজীবীদের একাংশের বিরুদ্ধে। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
বসিরহাট আদালতে বিচারককে হেনস্থার অভিযোগ বার অ্যাসোসিয়েশনের পদাধিকারীদের বিরুদ্ধে। এ নিয়ে বিতর্কের জল গড়িয়েছে হাই কোর্ট পর্যন্ত। বুধবার কলকাতা হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রসিদির ডিভিশন বেঞ্চ বসিরহাট আদালতের বার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সম্পাদকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে। এজলাসে চালানো হয়েছে হেনস্থার ঘটনার ভিডিয়ো রেকর্ডিংও।
আইনজীবীদের একাংশের বিরুদ্ধেই হেনস্থার অভিযোগ তুলেছিলেন বসিরহাট মহকুমা আদালতের এক বিচারক। সেই মর্মে তিনি গত ১০ জানুয়ারি বসিরহাট জেলা বিচারককে চিঠিও দেন। প্রয়োজনীয় পদক্ষেপের আবেদন জানিয়ে সেই চিঠি গিয়েছিল হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে। বিচারক হেনস্থার ঘটনায় স্বতঃপ্রণোদিত আদালত অবমাননার মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি শিবজ্ঞানম।
বসিরহাট আদালতের এই মামলাটি শুনতে বিশেষ বেঞ্চও গঠন করে দিয়েছিলেন হাই কোর্টের প্রধান বিচারপতি। সেই অনুযায়ী, বুধবার বিচারপতি বসাক এবং বিচারপতি রসিদির ডিভিশন বেঞ্চে ওই মামলার শুনানি হয়। শুনানি চলাকালীন হাই কোর্টের এজলাসে হেনস্থার ঘটনার ভিডিয়ো রেকর্ড চালান দুই বিচারপতি। এর পরেই বসিরহাট বার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সম্পাদকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়। তাঁদের কাছে জবাব চাওয়া হয়েছে। হাই কোর্ট অভিযুক্ত আইনজীবীদের সম্পর্কে তথ্যও চেয়েছে। চার সপ্তাহ পরে এই মামলার পরবর্তী শুনানি হবে।