Railtel Recruitment 2024

কলকাতা-সহ অন্যত্র কেন্দ্রীয় সংস্থা রেলটেলের তরফে কর্মী নিয়োগ, কোন পদে চাকরির সুযোগ?

গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পদে নিযুক্তদের বৃত্তির পরিমাণ হবে যথাক্রমে ১৪,০০০ টাকা এবং ১২,০০০ টাকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ১৭:৩১
Share:

রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। সংগৃহীত ছবি।

রাষ্ট্রায়ত্ত সংস্থা রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে কর্মখালি। এই মর্মে সম্প্রতি সংস্থার তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সংস্থার বিভিন্ন ক্ষেত্রের জন্য এই নিয়োগে কর্মস্থল হবে দেশের বিভিন্ন শহরের কার্যালয়ে। আগ্রহীদের অনলাইনে আবেদন জানাতে হবে। যে প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

Advertisement

সংস্থায় গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পদমর্যাদার শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। সব মিলিয়ে শূন্যপদের সংখ্যা ৪০। সংস্থায় যে সমস্ত ক্ষেত্রে নিযুক্তদের প্রশিক্ষণের সুযোগ মিলবে, সেগুলি হল— ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স, সিভিল ইঞ্জিনিয়ারিং এবং ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং।

পদগুলিতে নিযুক্তদের প্রশিক্ষণ চলবে এক বছর ধরে। গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পদে নিযুক্তদের বৃত্তির পরিমাণ হবে যথাক্রমে ১৪,০০০ টাকা এবং ১২,০০০ টাকা। নিযুক্তদের পোস্টিং দেওয়া হবে দেশের উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিমাঞ্চলে। এর মধ্যে পূর্বাঞ্চলে নিযুক্তদের কর্মস্থল হবে কলকাতা, আসানসোল, রাঁচি, পটনা-সহ অন্যান্য স্থানে।

Advertisement

প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হলে উভয় পদে আবেদন জানাতে পারবেন। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় থাকবে। আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজির বিভিন্ন বিষয়ে চার বছরের স্নাতক বা তিন বছরের ডিপ্লোমা উত্তীর্ণ হতে হবে। ন্যূনতম নম্বর থাকতে হবে ৬০ শতাংশ।

আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ৩০ নভেম্বর আবেদনের শেষ দিন। এর পরে সমস্ত পদে নিয়োগ হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement