Kalyani University Admission 2024

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে এমসিএ কোর্সে ভর্তির সুযোগ, কাউন্সেলিং কবে?

এই কোর্সে চলতি বছরে জেকা-র র‍্যাঙ্কের উপর নির্ভর করেই পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ১৭:১৬
Share:

কল্যাণী বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।

রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে স্নাতকোত্তর (এমসিএ)-এর জন্য ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন বোর্ড (ডব্লিউবিজেইইবি)-এর তরফে আয়োজন করা হয় জয়েন্ট এন্ট্রান্স ফর কম্পিউটার অ্যাপ্লিকেশন (জেকা)-এর। বোর্ডের ‘সেন্ট্রালাইজ়ড কাউন্সেলিং’এর মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিভিন্ন প্রতিষ্ঠানে শুরু হয়ে গিয়েছে ‘ডিসেন্ট্রালাইজ়ড’ ভর্তি প্রক্রিয়া। এই তালিকায় কল্যাণী বিশ্ববিদ্যালয়ও রয়েছে। বুধবার এই মর্মে বিশ্ববিদ্যালয়ের তরফে একটি সবিস্তার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

Advertisement

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ে ‘স্পট ডিসেন্ট্রালাইজ়ড কাউন্সেলিং’-এর মাধ্যমে এমসিএ কোর্সে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। কাউন্সেলিংয়ের আয়োজন করবে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। ডব্লিউবিজেইইবি-র কাউন্সেলিংয়ের পর সংশ্লিষ্ট পাঠক্রমে আটটি আসন শূন্য রয়েছে। ওই আসনগুলিতে এ বার ‘ডিসেন্ট্রালাইজ়ড কাউন্সেলিং’এর মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।

এমসিএ কোর্সে ভর্তির জন্য পড়ুয়াদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে। তবে, দশম শ্রেণি থেকে স্নাতকস্তর পর্যন্ত পাঠক্রমে অঙ্ক থাকা বাধ্যতামূলক। প্রতি স্তরে ন্যূনতম নম্বর থাকতে হবে ৬০ শতাংশ। এ ছাড়াও শিক্ষাগত যোগ্যতার অন্যান্য মাপকাঠির কথাও মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের এমসিএ কোর্সের ফি-র ২৩,৫১০ টাকা। এই কোর্সে চলতি বছরে জেকা-র র‍্যাঙ্কের উপর নির্ভর করেই পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। আগামী ১৮ নভেম্বর দুপুর ১২টা থেকে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে। ওই দিন আগ্রহীদের যথাস্থানে সমস্ত নথি-সহ উপস্থিত হতে হবে। এই বিষয়ে বিস্তারিত তথ্য মিলবে মূল বিজ্ঞপ্তিতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement