Balmer Lawrie Recruitment 2024

বামার লরিতে ১৯টি শূন্যপদে কর্মখালি, পোস্টিং কলকাতা-সহ অন্যত্র

পদ অনুযায়ী, নিযুক্তদের প্রতি মাসের বেসিক পে হবে ৪০,০০০ থেকে শুরু করে ৭০,৫৪১ টাকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ ১৭:৫৬
Share:

বামার লরি অ্যান্ড কোম্পানি লিমিটেড। সংগৃহীত ছবি।

একাধিক পদে কর্মী নিয়োগ করবে রাষ্ট্রায়ত্ত সংস্থা বামার লরি অ্যান্ড কোম্পানি লিমিটেড। মঙ্গলবার সংস্থার তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কলকাতা-সহ দেশের অন্যত্র কাজের সুযোগ পাবেন নিযুক্তেরা। আবেদন জানাতে হবে অনলাইনে।

Advertisement

সংস্থার তরফে যে সমস্ত পদমর্যাদায় কর্মী নিয়োগ করা হবে, সেগুলি হল— সিনিয়র ম্যানেজার (ব্র্যান্ড), ইউনিট হেড, ডেপুটি ম্যানেজার (মার্কেটিং), ডেপুটি ম্যানেজার (এয়ার ইম্পোর্ট অপারেশনস), ডেপুটি ম্যানেজার (সিএসআর অ্যান্ড এইচআর), অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আইটি), অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফিকো ফাংশনাল), ডেপুটি ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং), অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (কমার্শিয়াল), অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সেলস), অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আইটি সাইবার সিকিউরিটি), জুনিয়র অফিসার (অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স), জুনিয়র অফিসার (অপারেশন্স), জুনিয়র অফিসার (ওয়্যারহাউস অপারেশনস) এবং জুনিয়র অফিসার (এইচআর অ্যান্ড অ্যাডিমিনিস্ট্রেশন) পদে। মোট শূন্যপদের সংখ্যা ১৯। নিযুক্তদের পোস্টিং হবে কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাই, মুম্বই-সহ অন্যান্য শহরে।

বিভিন্ন পদে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ২৭ থেকে ৩৫ বছর পর্যন্ত। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য বয়সের ছাড় থাকবে। পদ অনুযায়ী নিযুক্তদের প্রতি মাসের বেসিক পে হবে ৪০,০০০ থেকে ৭০,৫৪১ টাকা।

Advertisement

জুনিয়র অফিসার (অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স) পদের জন্য প্রার্থীদের বাণিজ্যে স্নাতক উত্তীর্ণ হওয়া প্রয়োজন। যাঁরা সিএ ইন্টার যোগ্যতাসম্পন্ন বা যাঁদের এমকম ডিগ্রি এবং এক বছরের পেশাদারি অভিজ্ঞতা রয়েছে, তাঁদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। অন্যান্য পদের জন্য যোগ্যতার ভিন্ন মাপকাঠি ধার্য করা হয়েছে।

আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ বিভিন্ন পদে আবেদন করতে হবে। আবেদনের শেষ দিন আগামী ৬ ডিসেম্বর। এর পর সমস্ত পদের জন্য ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নিয়োগ করা হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানতে সংস্থার ওয়েবসাইট দেখে নিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement