প্রতীকী চিত্র।
সর্বভারতীয় স্তরে বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিংয়ের স্নাতকোত্তরে ভর্তির প্রবেশিকা গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং (গেট)। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে প্রতি বছর দেশের বিভিন্ন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) গেট আয়োজনের দায়িত্বে থাকে। ২০২৫-এর গেট আয়োজনের দায়িত্বে রয়েছে আইআইটি রুরকি। মঙ্গলবার তাঁদের তরফে এই পরীক্ষার সবিস্তার সময়সূচি ঘোষণা করা হয়েছে।
প্রকাশিত সময়সূচি অনুযায়ী, পরের বছর ফেব্রুয়ারি মাসে ১, ২, ১৫ এবং ১৬ তারিখে দেশ জুড়ে গেট-এর আয়োজন করা হবে। পরীক্ষাটি কম্পিউটার-নির্ভর (সিবিটি)। প্রতি দিন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং দুপুর আড়াইটে থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত দু’টি অর্ধে পরীক্ষা চলবে। পরীক্ষা নেওয়া হবে মোট ৩০টি পেপারের উপর। পরীক্ষার্থীরা সর্বাধিক দু’টি পেপারের পরীক্ষা দিতে পারবেন।
দেশের আটটি জ়োনের পরীক্ষাকেন্দ্রে গেট-এর আয়োজন করা হবে। পরীক্ষা চলবে তিন ঘণ্টা ধরে। প্রতি পত্রের পরীক্ষায় মোট নম্বর থাকবে ১০০। প্রশ্নপত্রে মাল্টিপল চয়েস, মাল্টিপল সিলেক্ট এবং নিউম্যারিক্যাল আনসার-এর মতো বিভিন্ন ধরনের প্রশ্ন থাকবে।
পরের বছর ফেব্রুয়ারির ১ তারিখ প্রথম অর্ধে হবে কম্পিউটার সায়েন্স ১, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথমেটিক্স-এর পরীক্ষা। দ্বিতীয় অর্ধে কম্পিউটার সায়েন্স ২, নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং, মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফাইবার সায়েন্স এবং ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষা নেওয়া হবে। ২ ফেব্রুয়ারি হবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেচার অ্যান্ড প্ল্যানিং বিষয়ের পরীক্ষা। ওই দিনই দ্বিতীয় অর্ধে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষা হবে।
এর পরে ১৫ ফেব্রুয়ারির প্রথম অর্ধে কেমিস্ট্রি, এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, ডেটা সায়েন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, প্রোডাকশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এবং দ্বিতীয় অর্ধে ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, জিওমেটিক্স ইঞ্জিনিয়ারিং, হিউম্যানিটিজ় অ্যান্ড সোশ্যাল সায়েন্স, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইকোলজি অ্যান্ড ইভোলিউশন বিষয়ের পরীক্ষা হবে। ১৬ ফেব্রুয়ারির প্রথম পর্বে সিভিল ইঞ্জিনিয়ারিং ১, জিওলজি অ্যান্ড জিওফিজ়িক্স, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফিজ়িক্স এবং বায়োটেকনোলজির পরীক্ষা হবে। দ্বিতীয় পর্বে নেওয়া হবে সিভিল ইঞ্জিনিয়ারিং ২, স্ট্যাটিস্টিক্স, ইঞ্জিনিয়ারিং সায়েন্সেস, লাইফ সায়েন্স এবং মাইনিং ইঞ্জিনিয়ারিং-এর পরীক্ষা।