আইএসিএস। সংগৃহীত ছবি।
যাদবপুরের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স (আইএসিএস)-এ কর্মখালি। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। জানানো হয়েছে, প্রতিষ্ঠানের একটি স্কুলে কর্মী নিয়োগ করা হবে। প্রার্থীদের এর জন্য অনলাইনে আবেদন জানাতে হবে।
প্রতিষ্ঠানের স্কুল অফ অ্যাপ্লায়েড অ্যান্ড ইন্টারডিসিপ্লিনারি সায়েন্সেসের জন্য এই নিয়োগ। নিয়োগ হবে ল্যাবরেটরি ডেমনস্ট্রেটর পদে। শূন্যপদ একটি। সংশ্লিষ্ট পদে এক বছরের চুক্তিতে কর্মী নিয়োগ করা হবে। এর পর নিযুক্ত ব্যক্তির কাজের উপর নির্ভর করে এই মেয়াদ আরও দু’বছর বাড়ানো হতে পারে। নিযুক্তদের প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট স্কুলের গবেষণাগারে স্নাতক এবং স্নাতকোত্তর পড়ুয়াদের তত্ত্বাবধান-সহ অন্যান্য দায়িত্ব পালন করতে হবে।
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য বিজ্ঞপ্তিতে কোনও বয়ঃসীমার কথা উল্লেখ করা হয়নি। তবে জানানো হয়েছে, প্রতিষ্ঠানের নিয়ম মেনেই নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে সাম্মানিক দেওয়া হবে।
আবেদনের জন্য প্রার্থীদের রসায়ন বা জীববিদ্যায় পিএইচডি থাকতে হবে। পিএইচডি-র পর দু’বছরের গবেষণার অভিজ্ঞতাও প্রয়োজন। বিজ্ঞপ্তিতে এ ছাড়াও অন্যান্য যোগ্যতার মাপকাঠির কথা উল্লেখ করা হয়েছে।
প্রার্থীদের মেধার ভিত্তিতে প্রাথমিক বাছাইয়ের পর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে। এর জন্য আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে আবেদনপত্র এবং জীবনপঞ্জি পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ২ জানুয়ারি আবেদনের শেষ দিন। এই বিষয়ে বাকি তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে জানা যাবে।