রাইটস লিমিটেড। সংগৃহীত ছবি।
ইঞ্জিনিয়ারদের জন্য কাজের সুযোগ রাইটস লিমিটেডে। সম্প্রতি কেন্দ্রীয় রেল মন্ত্রকের অধীনস্থ সংস্থার তরফে এই মর্মে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সংস্থায় তিনটি পদমর্যাদায় কর্মী নিয়োগ করা হবে। নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে। এর জন্য ইতিমধ্যেই অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
সংস্থায় রেসিডেন্ট ইঞ্জিনিয়ার (সিভিল), রেসিডেন্ট ইঞ্জিনিয়ার (ব্রিজ) এবং সেক্টর এক্সপার্ট/ সিভিল (ব্রিজ ডিজ়াইন) পদে নিয়োগ হবে। মোট শূন্যপদ পাঁচটি। চুক্তিভিত্তিক এই পদগুলিতে প্রথমে এক বছরের জন্য কর্মী নিয়োগ করা হবে। এর পর সংস্থার প্রয়োজন এবং নিযুক্তদের কাজের উপর নির্ভর করে এই মেয়াদ বাড়ানো হতে পারে।
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৫৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। রেসিডেন্ট ইঞ্জিনিয়ার (সিভিল), রেসিডেন্ট ইঞ্জিনিয়ার (ব্রিজ) এবং সেক্টর এক্সপার্ট/ সিভিল (ব্রিজ ডিজ়াইন) পদে নিযুক্তদের বেতনক্রম হবে মাসে যথাক্রমে ৫০,০০০-১,৬০,০০০ টাকা এবং ৩০,০০০-১,২০,০০০ টাকা।
রেসিডেন্ট ইঞ্জিনিয়ার (সিভিল) পদে আবেদনের জন্য প্রার্থীদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর্স ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। এর পর ন্যূনতম ১০ এবং ১৫ বছরের পেশাদারি অভিজ্ঞতা থাকা জরুরি। একই ভাবে, অন্য পদগুলির জন্যও রয়েছে যোগ্যতার ভিন্ন মাপকাঠি।
আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত তথ্য পূরণ করে আবেদন জানাতে হবে। আগামী ১০ জানুয়ারি আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে পদগুলিতে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে আরও জানতে হলে সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।