কল্যাণী বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।
নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে একটি অভিনব বিষয়ে স্বল্পমেয়াদি কোর্স করানো হবে। এই মর্মে সম্প্রতি একটি সবিস্তার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। তাতে জানানো হয়েছে, আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। যে প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বা লোককথা বিভাগে তরফে সংশ্লিষ্ট কোর্সের আয়োজন করা হবে। কোর্সটি ফোকলোর, ট্যুরিজ়ম অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট বা লোককথা, পর্যটন এবং সমষ্টির উন্নয়ন বিষয়ক। সার্টিফিকেট কোর্সটির মেয়াদ ছ’মাস। এতে মোট আসনসংখ্যা ৭০।
সংশ্লিষ্ট কোর্সের ক্লাস হবে পরের বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত। সপ্তাহের শনি বা রবিবার অথবা ‘ব্লেন্ডেড’ পদ্ধতিতে অর্থাৎ অনলাইন এবং অফলাইন— উভয় মাধ্যমেই কোর্সের ক্লাস হবে। ক্লাস শুরু ৫ জানুয়ারি থেকে।
পাঠক্রমটিতে ভর্তির জন্য আবেদন করতে পারবেন কল্যাণী বিশ্ববিদ্যালয় এবং রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং স্নাতকোত্তরের পড়ুয়ারা। মোট ৪০টি শূন্য আসনে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। কোর্স ফি-র পরিমাণ ২০০০ টাকা।
আগ্রহীদের এর জন্য মূল বিজ্ঞপ্তিতে দেওয়া লিঙ্কে ক্লিক করে সমস্ত নথি, কোর্স ফি-সহ আবেদন জানাতে হবে। আগামী ৩১ ডিসেম্বর আবেদনের শেষ দিন। ভর্তির জন্য বাছাই পড়ুয়াদের নাম ঘোষণা করা হবে ৩ জানুয়ারি। এই বিষয়ে সবিস্তার জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।