(বাঁ দিকে) নীরজ চোপড়া এবং (ডান দিকে) হিমানি মোর। —ফাইল চিত্র।
ভারতকে অলিম্পিক্সে সোনার পদক এনে দেওয়া নীরজ চোপড়া রবিবার চমকে দিলেন সকলকে। হঠাৎ বিয়ের ছবি পোস্ট করেন তিনি। নীরজ ছবি পোস্ট করার আগে পর্যন্ত জানা যায়নি তাঁর বিয়ের খবর। দুই পরিবারের মানুষজন ছাড়া আর কেউ উপস্থিতও ছিলেন না বিয়ের সময়। কিন্তু কাকে বিয়ে করলেন ভারতের সোনার ছেলে?
পাত্রী হিমানি মোর। ২৫ বছরের হিমানি টেনিস খেলোয়াড়। পড়াশোনা করেছেন সাদার্ন লুইজ়িয়ানা বিশ্ববিদ্যালয় থেকে। ফ্র্যাঙ্কলিন পিয়ার্স বিশ্ববিদ্যালয়ে সহকারী কোচ হিসাবেও কাজ করেছেন। কলেজে মেয়েদের টেনিস দলের গুরুত্বপূর্ণ সদস্য হিমানি। এখন স্পোর্টস ম্যানেজমেন্ট নিয়ে স্নাতকোত্তরে পড়াশোনা করছেন।
নীরজের বাড়ি হরিয়ানায়। একই রাজ্যের মেয়ে হিমানি। সোনিপতে তিনি টেনিস শিখেছেন। তাঁর ভাই হিমাংশুও টেনিস খেলেন। ভারতের এক নম্বর টেনিস খেলোয়াড় সুমিত নাগাল এবং হিমানি একই স্কুলে পড়াশোনা করেছেন।
নীরজ যে বিয়ে করতে চলেছেন, সেই খবর আগে থেকে জানা যায়নি। রবিবার তিনি নিজেই পোস্ট করে দিলেন সুসংবাদ। বরবেশে নিজের ছবি পোস্ট করেন তিনি। পাশে পাত্রী হিমানি। সেই ছবি পোস্ট করে নীরজ লেখেন, “পরিবারকে সঙ্গে নিয়ে জীবনের নতুন একটা পর্ব শুরু করলাম। যাঁদের আশীর্বাদে এটা সম্ভব হল তাঁদের কাছে আমি ধন্য। ভালবাসায় বাঁধলাম সারা জীবনের জন্য।”
নীরজের বিয়ের অনুষ্ঠানে শুধু দুই পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। হালকা গোলাপি রঙের পোশাকে সেজেছিলেন পাত্র নীরজ। মাথায় ছিল গোলাপি পাগড়ি। গলায় গোলাপি গোলাপের মালা। পাত্রী হিমানিও পরেছিলেন হালকা গোলাপি রঙের পোশাক।