আইআইটি খড়্গপুর। সংগৃহীত ছবি।
দেশ ও বিদেশের প্রশাসনিক ব্যবস্থা, জননীতি এবং আইন ব্যবস্থা নিয়ে আগ্রহ থাকলে এ বার তা নিয়ে পড়াশোনার সুযোগ দিচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুর। প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তরের সুযোগ পাবেন পড়ুয়ারা, এমনটা জানিয়ে সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, কোর্সে ভর্তির জন্য পড়ুয়াদের অনলাইনে আবেদন জানাতে হবে। যে প্রক্রিয়া রবিবার থেকে শুরু করা হয়েছে।
প্রতিষ্ঠানের ‘মাস্টার্স ইন পাবলিক পলিসি ল’ অ্যান্ড গভর্ন্যান্স’ কোর্সটি দু’বছরের। তার আয়োজনের দায়িত্বে রয়েছে প্রতিষ্ঠানের সেন্টার অফ এক্সেলেন্স ইন পাবলিক পলিসি ল’ অ্যান্ড গভর্ন্যান্স। এটি একটি ইন্টারডিসিপ্লিনারি পাঠক্রম, যেখানে গবেষণার উপরেই বেশি জোর দেওয়া হবে। তবে পড়ুয়াদের দক্ষতা বৃদ্ধির উপরও নজর থাকবে। এ ছাড়া পড়ুয়াদের জন্য থাকবে ইন্টার্নশিপ এবং ‘প্লেসমেন্ট’-এর সুযোগও।
কোর্সে আবেদনকারীদের বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য নির্ধারিত বয়সসীমা ৩৫ বছর। আবেদনকারীদের মধ্যে যাঁদের তিন বছরের বেশি পেশাদারি অভিজ্ঞতা রয়েছে, তাঁদের ক্ষেত্রেও বয়সসীমায় ছাড় থাকবে।
আগ্রহীদের বিজ্ঞান/ ইঞ্জিনিয়ারিং/ মেডিসিন/ আইন/ কলা/ বাণিজ্যে স্নাতক হতে হবে। চার বছরের স্নাতক পাঠক্রমে ন্যূনতম প্রাপ্ত নম্বর হতে হবে ৬৫ শতাংশ। সংরক্ষিত শ্রেণিভুক্তদের এ ক্ষেত্রেও ছাড় থাকবে।
কোর্সে ভর্তির জন্য আবেদনকারীদের যোগ্যতা যাচাই করা হবে লিখিত পরীক্ষা, গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। পরীক্ষার সম্ভাব্য তারিখ ২০২৫ সালের ১৬ মার্চ।
আগ্রহীদের এর জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ৩১ জানুয়ারি আবেদনের শেষ দিন। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।