কলকাতা বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।
কলকাতা বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এই মর্মে বিশ্ববিদ্যালয়ের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজের জন্য চুক্তির ভিত্তিতে অস্থায়ী কর্মী নিয়োগ করা হবে। আগ্রহীদের অনলাইনে আবেদন জানাতে হবে। যে প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের বিভাগে ডিপিও-র অফিসের জন্য এই নিয়োগ। কর্মী নেওয়া হবে অফিস অ্যাসিস্ট্যান্ট (ডেটা এন্ট্রি অ্যান্ড রেকর্ডস) এবং অফিস এগজ়িকিউটিভ (ফেলোশিপ অ্যাডমিনিস্ট্রেশন) পদে। মোট শূন্যপদ দু’টি। সংশ্লিষ্ট পদগুলিতে ১১ মাসের চুক্তিতে কাজ করতে হবে। এর পরে নিযুক্তদের কাজের নিরিখে এই মেয়াদ বাড়ানো হতে পারে।
উভয় পদে আবেদনকারীদের বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ২০,০০০ টাকা।
অফিস এগজ়িকিউটিভ (ফেলোশিপ অ্যাডমিনিস্ট্রেশন) পদে আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। এর পরে ন্যূনতম এক বছর সরকারি/ আধা-সরকারি/ নামী বেসরকারি সংস্থায় অফিস এগজ়িকিউটিভ পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি প্রয়োজন বাংলা এবং ইংরেজি ভাষায় দক্ষতারও। একই ভাবে অন্য পদটির জন্য রয়েছে যোগ্যতার ভিন্ন মাপকাঠি।
আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। এর পরে নথিগুলি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতেও পাঠিয়ে দিতে হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদনকারীদের যোগ্যতা যাচাই করে পদগুলিতে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে আরও জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।