হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেড। ছবি: সংগৃহীত।
রাষ্ট্রায়ত্ত সংস্থার ইন্ডাস্ট্রিয়াল হেল্থ সেন্টারে কর্মখালি। হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেডের তরফে অপথ্যালমিক সার্জন নিয়োগ করা হবে। সংস্থার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিযুক্ত ব্যক্তিকে ভিজ়িটিং কনসালট্যান্ট ডক্টর হিসাবে কাজ করতে হবে।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার অনুমোদিত ব্যাচেলর অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) ডিগ্রি থাকা প্রয়োজন। একই সঙ্গে মাস্টার অফ সার্জারি (এমএস) বা ডিপ্লোমেট অফ ন্যাশনাল বোর্ড (ডিএনবি) ডিগ্রি বা ডক্টর অফ মেডিসিন (এমডি)— এর মধ্যে যে কোনও একটি ডিগ্রি থাকা প্রয়োজন। ন্যূনতম পাঁচ বছর সার্জেন হিসাবে কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
প্রার্থীর বয়স ৬৫ বছরের মধ্যে হওয়া বাঞ্ছনীয়। নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ মোট দু’বছর। তবে কাজের চাহিদার নিরিখে ওই মেয়াদ বৃদ্ধি পেতে পারে। তাঁকে প্রতি সপ্তাহে তিন বার করে ভিজিট এবং রোগীদের সার্জারি করতে হবে। এর জন্য অস্ত্রোপচার পিছু ১,৪০০ টাকা করে বরাদ্দ করা হয়েছে।
নিযুক্তদের সংস্থার নাসিকের ইন্ডাস্ট্রিয়াল হেলথ সেন্টারে নিয়োগ করা হবে। আগ্রহীদের আলাদা করে ডাকযোগে আবেদনপত্র পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
১০ জানুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। আবেদনপত্রের সঙ্গে বয়স এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রও থাকা আবশ্যক। এই বিষয়ে সঠিক তথ্য জানতে সংস্থার ওয়েবসাইটে নজর রাখতে পারেন।