IIEST Shibpur Recruitment 2025

শিবপুরের আইআইইএসটিতে ইঞ্জিনিয়ার নিয়োগ, কী ভাবে হবে যোগ্যতা যাচাই?

প্রতিষ্ঠানের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের তরফে কর্মী নিয়োগ করা হবে। প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ৪৬,৯৯০ টাকা বরাদ্দ করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫ ১৫:১৭
Share:

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি)। নিজস্ব চিত্র।

ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি)-তে। ওই প্রতিষ্ঠানের একটি গবেষণা প্রকল্পের জন্য ওই পদে কর্মী প্রয়োজন। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে এক জন ব্যক্তিকে নিয়োগ করা হবে।

Advertisement

প্রতিষ্ঠানের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের একটি গবেষণা প্রকল্পে ওই পদে নিযুক্ত ব্যক্তিকে কাজ করতে হবে। প্রকল্পটির নাম— ‘ডিজ়াইন, ইমপ্লিমেন্টেশন অ্যান্ড ডিপ্লয়মেন্ট অফ অ্যান এআই-এনেব্‌লড আইওটি সিস্টেম ফর রিয়্যাল টাইম কোল গ্রেড প্রেডিকশন থ্রু নিয়ার-ইনফ্রারেড স্পেক্ট্রোস্কোপি ইন কোল হ্যান্ডলিং প্লান্টস’। প্রকল্পটিতে আর্থিক অনুদান দেবে আইআইটি ধানবাদ।

উল্লিখিত প্রকল্পের মেয়াদ এক বছর। নিযুক্ত ব্য়ক্তিকে ফেলোশিপ হিসাবে প্রতি মাসে ৪৬,৯৯০ টাকা দেওয়া হবে। সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং— এর মধ্যে যে কোনও একটি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে নিয়োগ করা হবে।

Advertisement

একই সঙ্গে প্রার্থীদের গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হতে হবে। জুনিয়র রিসার্চ ফেলো পদে কাজ করতে আগ্রহীরা ইমেল মারফত আবেদনপত্র জমা পাঠাতে পারবেন। তাঁদের ইমেলে জীবনপঞ্জি-সহ অন্যান্য প্রয়োজনীয় নথি পাঠাতে হবে। সংশ্লিষ্ট পদে আবেদনের শেষ দিন ৭ জানুয়ারি। প্রার্থীদের ১০ জানুয়ারি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। এই বিষয়ে আরও জানার জন্য প্রার্থীরা প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement