CUET PG 2025 Registration

২০২৫-এ কুয়েট পিজি কবে? পরীক্ষার সময়ে কী বদল আনল এনটিএ?

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর স্তরে ভর্তি হওয়ার জন্য কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট পোস্ট গ্র্যাজুয়েট (কুয়েট পিজি) উত্তীর্ণ হতে হয়। ২০২৫-এ সেই পরীক্ষাটি কবে নেওয়া হবে, তিনটি শিফটের পরীক্ষা কতক্ষণ চলবে, সেই সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৫ ১৪:০১
Share:

ছবি: সংগৃহীত।

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্র্যাজুয়েশন করতে চান? তার জন্য ভর্তির প্রবেশিকা পরীক্ষা, কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট পোস্ট গ্র্যাজুয়েট (কুয়েট পিজি)-এ উত্তীর্ণ হতে হবে। সম্প্রতি সেই পরীক্ষার জন্য আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। পরীক্ষাটির আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র ওয়েবসাইটে পরীক্ষা সংক্রান্ত বিশদ তথ্য পাওয়া যাচ্ছে।

Advertisement

বিজ্ঞান, কলা, বাণিজ্যের বিভিন্ন বিষয়ে স্নাতকরা এই প্রবেশিকা পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। বয়সের কোনও ঊর্ধ্বসীমা নেই। তাই যে কোনও শিক্ষাবর্ষে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরা এই পরীক্ষা দিতে পারবেন। এনটিএ-র তরফে জানানো হয়েছে, চলতি বছরে এই প্রবেশিকা পরীক্ষাটি ১৩ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত চলবে। মোট ১ ঘণ্টা ৩০ মিনিটের এই পরীক্ষাটি তিন দফায় (শিফট) নেওয়া হবে। তবে, আগের বছর এই দফার সময়সীমা ১ ঘণ্টা ৪৫ মিনিট পর্যন্ত বরাদ্দ করা হয়েছিল।

২০২৫-২৬ শিক্ষাবর্ষের কুয়েট পিজি দিতে আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে নাম নথিভুক্ত করতে পারবেন। তাঁদের জন্য চলতি বছরের ২ জানুয়ারি থেকে অনলাইন পোর্টাল চালু করা হয়েছে। ওই পোর্টালের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। আবেদন সংক্রান্ত ত্রুটি সংশোধনের জন্য ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত পোর্টাল চালু থাকবে।

Advertisement

এ বছরের পরীক্ষায় মোট ১৫৭টি বিষয় থাকছে। ৪১টি ভাষা ভিত্তিক বিষয়, এমটেক/হায়ার সায়েন্সেস এবং আচার্য পেপারস-এর বিষয় বাদ দিয়ে সমস্ত বিষয়ের ক্ষেত্রে ইংরেজি এবং হিন্দি ভাষায় প্রশ্ন থাকবে। দেশ এবং বিদেশের ৩১২টি শহর থেকে পরীক্ষা দিতে পারবেন পরীক্ষার্থীরা। কোন শহরে কারা পরীক্ষা দিতে পারবেন, তার তালিকা মার্চ মাসের প্রথম সপ্তাহে জানিয়ে দেওয়া হবে।

আগ্রহীদের ১,৪০০ টাকা আবেদনমূল্য হিসাবে জমা দিতে হবে। আবেদনমূল্য জমা দিলেই পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করে নিতে পারবেন। মার্চের প্রথম সপ্তাহ থেকে পরীক্ষাকেন্দ্র ও অ্যাডমিট কার্ড ডাউনলোড সংক্রান্ত তথ্য জানানো হবে। তাই এনটিএ-র ওয়েবসাইটে সমস্ত তথ্যের জন্য নজর রাখতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement