ন্যাশনাল হেল্থ সিস্টেমস রিসোর্স সেন্টার, নয়াদিল্লি। ছবি: সংগৃহীত।
এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন? এমন প্রার্থীদের জন্য কেন্দ্রীয় সংস্থায় চুক্তির ভিত্তিতে চাকরির সুযোগ। ন্যাশনাল হেল্থ সিস্টেমস রিসোর্স সেন্টারের নয়াদিল্লির দফতরে ওই কর্মী নিয়োগ করা হবে।
কোন পদে কর্মী প্রয়োজন?
সিনিয়র কনসালট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। অনূর্ধ্ব ৫০ বছর বয়সি প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।
শর্তাবলি:
কারা আবেদন করতে পারবেন?
এই পদে মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার অনুমোদিত ব্যাচেলর অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) ডিগ্রি অর্জন করেছেন, এমন প্রার্থীদের নিয়োগ করা হবে। তাঁদের হেলথ টেকনোলজি শাখায় অন্তত দু'বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
বেতন:
নিযুক্ত ব্যক্তি মাসে ৯০ হাজার টাকা থেকে শুরু ১ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত বেতন পাবেন।
প্রার্থীরা এই পদে অনলাইনে আবেদন করতে পারবেন। ন্যাশনাল হেল্থ সিস্টেমস রিসোর্স সেন্টারের ওয়েবসাইটের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ফরম্যাটে আবেদনপত্র জমা দিতে হবে। উল্লিখিত পদে ২১ জানুয়ারি আবেদন গ্রহণের শেষ দিন। অন্যান্য তথ্যের জন্য সংস্থার ওয়েবসাইট দেখে নিতে পারেন।