হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেড। ছবি: সংগৃহীত।
রাষ্ট্রায়ত্ত সংস্থায় কাজ শেখার সুযোগ। হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেডের তরফে ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। সংস্থার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিযুক্তদের প্রতিষ্ঠানের বেঙ্গালুরু কমপ্লেক্সে কাজ করতে হবে।
ফিটার, টার্নার, মেকানিস্ট, সিওপিএ, কার্পেন্টার, ফাউন্ড্রি ম্যান, শিট মেটাল ওয়ার্কার, টুল অ্যান্ড ডাই মেকার, সিএনসি প্রোগ্রামার কাম অপারেটর ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হবে। কর্ণাটকের স্বীকৃত ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই) থেকে যাঁরা ক্রাফ্টসম্যান ট্রেনিং নিয়ে উত্তীর্ণ হয়েছেন, তাঁরা এই প্রশিক্ষণের সুযোগ পাবেন।
প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে ভাতা হিসাবে ৭,০০০ টাকা থেকে ৭,৭০০ টাকা বরাদ্দ করা হয়েছে। মোট এক বছরের জন্য তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। ডাকযোগে বাছাই করা প্রার্থীরা যোগদানের চিঠি পাবেন।
২৫ জানুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। আবেদনপত্রের সঙ্গে বয়স এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রও থাকা আবশ্যক। আবেদন ডাকযোগে গ্রহণ করা হবে। এই বিষয়ে সঠিক তথ্য জানতে সংস্থার ওয়েবসাইটে নজর রাখতে পারেন।