উদুপি কোচিন শিপইয়ার্ড লিমিটেড। ছবি: সংগৃহীত।
উদুপি কোচিন শিপইয়ার্ড লিমিটেডে শিক্ষানবিশ প্রয়োজন। শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) হিসাবে মোট ১২ জনকে নিয়োগ করা হবে। দশম উত্তীর্ণ এবং ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই) পাশ করেছেন, এমন ব্যক্তিদের হিসাবে প্রশিক্ষণ দেওয়া হবে।
যে সমস্ত ট্রেডে নিযুক্তরা প্রশিক্ষণ পাবেন, সেগুলি হল— ডিজ়েল মেকানিক, বেঞ্চ ফিটারস, ইনস্ট্রুমেন্ট মেকানিক, ইলেক্ট্রনিশিয়ান, ওয়েল্ডার এবং প্লাম্বার। এ ক্ষেত্রে প্রার্থীদের বয়স ১৮ বছরের ঊর্ধ্বে হওয়া প্রয়োজন।
মোট এক বছরের জন্য তাঁদের প্রশিক্ষণ চলবে। দশমের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের নিরিখে প্রার্থীদের বেছে নেওয়া হবে। শিক্ষানবিশদের জন্য আট হাজার টাকা ভাতা হিসাবে বরাদ্দ করা হয়েছে। উল্লেখ্য, শিক্ষানবিশদের প্রশিক্ষণ প্রতিষ্ঠানের কর্নাটকের মালপের দফতরে দেওয়া হবে।
আগ্রহীদের কোনও আবেদনমূল্য জমা দিতে হবে না। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশিকা মোতাবেক আবেদন গ্রহণ করা হবে। আবেদনের শেষ দিন ৩০ জানুয়ারি। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।