প্রতীকী চিত্র।
ফার্মাসিতে ডিপ্লোমা কোর্সের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট (ডব্লিউবিএসসিটিভিইএসডি)- তরফে এই কোর্সে ভর্তি এবং কাউন্সেলিং সম্পর্কিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, অনলাইনে কাউন্সেলিংয়ের মাধ্যমে আগ্রহীদের সংশ্লিষ্ট কোর্সে ভর্তি নেওয়া হবে।
মেধাতালিকাভুক্ত প্রার্থীদের অনলাইন চয়েজ় ফিলিংয়ের জন্য ১৫ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত অনলাইনে নাম নথিভুক্ত করার পোর্টাল চালু রাখা হবে। কাউন্সেলিংয়ের জন্য ফি বাবদ বরাদ্দ করা হয়েছে ৫০০ টাকা। নাম নথিভুক্ত করার পাশাপাশি, ২০০ টাকা রেজিস্ট্রেশন ফি-ও অনলাইনেই জমা দিতে হবে। টাকা জমা দিতে হবে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ফরম্যাটে।
প্রসঙ্গত, বিজ্ঞান বিভাগে পদার্থবিদ্যা, রসায়ন এবং জীববিদ্যা নিয়ে যে সমস্ত পড়ুয়া উচ্চ মাধ্যমিক কিংবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁরা এই বিষয়টি নিয়ে ডিপ্লোমা করার সুযোগ পেয়ে থাকেন। তবে, ভোকেশনাল স্ট্রিমে যাঁরা উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁরা এই পাঠক্রমে পড়ার সুযোগ পাবেন না।
এই কোর্সে মেধার ভিত্তিতে প্রার্থীদের বেছে নেওয়া হয়। ডব্লিউবিএসসিটিভিইএসডি-র ওয়েবসাইটে ২০ জানুয়ারি কাউন্সেলিংয়ের প্রথম দফা এবং ২৭ জানুয়ারি দ্বিতীয় দফার ফলাফল প্রকাশিত হবে। এর জন্য নিয়মিত ওয়েবসাইটে নজর রাখা প্রয়োজন।