IISER Kolkata Recruitment

স্নাতকদের নিয়োগ করবে আইআইএসইআর কলকাতা, বেতন কত?

বায়োলজিক্যাল সায়েন্সেস বিষয়ে স্নাতক হওয়া প্রয়োজন। কাজের জন্য প্রতি মাসে ১৮ হাজার টাকা দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৫ ১৬:২৩
Share:

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ, কলকাতা। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর), কলকাতায় কর্মী প্রয়োজন। সায়েন্টিফিক অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট হিসাবে প্রতিষ্ঠানের বায়োলজিক্যাল সায়েন্সেস বিভাগে কর্মখালি রয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকেরা ওই বিভাগে গবেষণামূলক কাজ করার সুযোগ পাবেন। শূন্যপদ একটি।

Advertisement

অ্যানিম্যাল সায়েন্স বিষয়ে জ্ঞানসম্পন্ন, এবং মাউস অ্যানাটমি নিয়ে আগে কাজ করার দক্ষতা রয়েছে, এমন স্নাতককে ওই কাজের জন্য বেছে নেওয়া হবে। কারণ, প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, বায়োলজিক্যাল সায়েন্সেস বিভাগের গবেষণা প্রকল্পে ইঁদুর নিয়ে গবেষণামূলক কাজ করতে হবে। ওই প্রকল্পে আর্থিক অনুদান দিয়েছে সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড (এসইআরবি)।

আগ্রহী প্রার্থীর বয়স ৫০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। কাজের জন্য প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে ১৮ হাজার টাকা। মোট এক বছরের চুক্তিতে নিযুক্ত ব্যক্তিকে কাজ করতে হবে। তবে ওই মেয়াদ আরও দু’বছর পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে।

Advertisement

আগ্রহীরা ইমেল মারফত আবেদনপত্র জমা দিতে পারবেন। এর জন্য মূল বিজ্ঞপ্তিতে দেওয়া শর্তাবলি জেনে নিতে হবে। ১৪ জানুয়ারি আবেদন জমা দেওয়ার শেষ দিন। কবে ইন্টারভিউ নেওয়া হবে, সে বিষয়ে যাবতীয় তথ্য ইমেল মারফত জানিয়ে দেওয়া হবে। এ বিষয়ে আরও জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে নজর রাখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement