মানিকতলা সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক। ছবি: সংগৃহীত।
মানিকতলা সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্কে কর্মখালি। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই সংক্রান্ত বিষয়ে বিশদ তথ্য দেওয়া হয়েছে। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্লাড ব্যাঙ্ক ল্যাব টেকনিশিয়ান পদে কর্মী প্রয়োজন। শূন্যপদ একটি।
ওই পদে কাজের জন্য সেই সমস্ত দ্বাদশ উত্তীর্ণদের নিয়োগ করা হবে, যাঁদের মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা রয়েছে। তবে, উল্লিখিত বিষয়ে যাঁরা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অর্জন করেছেন, তাঁরাও আবেদন করতে পারবেন। যদিও উভয় ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার করে কাজের দক্ষতা এবং অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
সংশ্লিষ্ট প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। আবেদনকারীদের বয়স ৪৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ২২ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। আগ্রহীদের একটি ফর্ম পূরণ করে আবেদনের জন্য জমা দিতে হবে।
আবেদনের শেষ দিন ১৩ ডিসেম্বর। ইন্টারভিউয়ের জন্য ২১ ডিসেম্বর মানিকতলা সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্কে উপস্থিত থাকতে হবে। এই বিষয়ে আরও জানতে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।