Kolkata Job Alerts

কেন্দ্রীয় গবেষণাকেন্দ্রের কলকাতার দফতরে কর্মী প্রয়োজন, কী ভাবে হবে নিয়োগ?

নিযুক্ত ব্যক্তিদের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। কাজের জন্য তাঁদের প্রতি মাসে ২০ হাজার থেকে ৫৬ হাজার টাকা পারিশ্রমিক বরাদ্দ করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ১৫:০৬
Share:

প্রতীকী চিত্র।

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) অধীনস্থ সংস্থায় কর্মখালি। এই মর্মে কলকাতার ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিসার্চ ইন ব্যাক্টেরিয়াল ইনফেকশন (সাবেক নাইসেড)-এর ওয়েবসাইটে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট এবং প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট পদে দু’জনকে নিয়োগ করা হবে।

Advertisement

প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট পদে লাইফ সায়েন্সেস বিষয়ে পিএইচডি সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। তবে, প্রার্থীদের সেরোলজি এবং মলিকিউলার বায়োলজি টেকনিক নিয়ে আগে কাজের অভিজ্ঞতা এবং ক্লিনিক্যাল স্যাম্পলস ব্যবহার করে কাজের দক্ষতা থাকা প্রয়োজন। প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ৫৬ হাজার টাকা দেওয়া হবে। বয়সসীমা অনূর্ধ্ব ৩৫ বছর।

প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট হিসাবে দ্বাদশ উত্তীর্ণ ব্যক্তিকে নিয়োগ করা হবে। তাঁর মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা থাকা আবশ্যক। সংশ্লিষ্ট পদে নিযুক্ত ব্যক্তির অন্তত দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তাঁর প্রতি মাসের পারিশ্রমিক হবে ২০ হাজার টাকা। বয়স ৩০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।

Advertisement

আগ্রহীদের একটি ফর্ম পূরণ করে সরাসরি ইন্টারভিউয়ের জন্য উপস্থিত থাকতে হবে। ওই ফর্মটি প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে। ইন্টারভিউ শুরু হবে ২২ নভেম্বর বেলা ১১টায়। ওই সময়ের আগে পৌঁছে নাম নথিভুক্ত করতে হবে। এ বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement