viral video

পাঁচটি বাঘের থাবার সঙ্গে একা লড়াই পশুরাজের! কী ঘটল তার পর? রইল দমবন্ধ করা ভিডিয়ো

এমনই এক ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে পাঁচটি হিংস্র বাঘের মুখোমুখি হয়েছে একটি সিংহ। ইনস্টাগ্রামের পাতায় গত বছরের নভেম্বরে ছড়িয়ে পড়েছে ভিডিয়োটি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ১২:৩৮
Share:

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

প্রতিপক্ষ দলে ভারী হলে কোণঠাসা হয়ে যায় বনের রাজাও। জঙ্গলের রাজত্বে তৃণভোজীরাও এককাট্টা হয়ে রুখে দেয় হিংস্র শ্বাপদের আক্রমণ। সে তো গেল সবল আর দুর্বলের লড়াই। কিন্তু লড়াই যদি সমানে সমানে হয়? একা পশুরাজকে চ্যালেঞ্জ জানাতে চায় পাঁচ-পাঁচটি বাঘ। এমনই এক ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে পাঁচটি হিংস্র বাঘের মুখোমুখি হয়েছে একটি সিংহ। ইনস্টাগ্রামের পাতায় গত বছরের নভেম্বরে ছড়িয়ে পড়েছিল ভিডিয়োটি। যদিও সেই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

‘ওয়ান্ডারফুল প্লেস ১২’ নামের অ্যাকাউন্ট থেকে ভাইরাল হওয়া সেই ভিডিয়োর দেখা গিয়েছে একটি বড় খাঁচার ভিতরে রাখা রয়েছে পাঁচটি বাঘ ও একটি সিংহ। হাতের মুঠোয় প্রতিপক্ষকে সামনে পেয়ে গর্জন করে আক্রমণ করতে উদ্যত হয়েছে বাঘগুলি। একা হলে কী হবে, প্রতি বার দ্বিগুণ গর্জন করে তাদের সরিয়ে দিচ্ছে সিংহটি। ভিডিয়োর শুরুতে দেখা গিয়েছে দুটি বাঘ পিছন থেকে আক্রমণ শানিয়েছে। সিংহটির পিঠের দিকে কামড় বসায় দু’টি বাঘ। এক ঝটকায় তাদের পিঠ থেকে ঝেড়ে ফেলে দেয় সিংহটি। ভয় পেয়ে পিছু হটে যায় বাঘগুলি। আবার দু’টি বাঘ এসে সিংহের নাকে কামড় বসাতেই গর্জন করে ওঠে পশুরাজ। পাঁচটি বাঘই খানিকটা দমে যায়। কয়েকটি এসে সিংহের গা ও মুখ শুঁকতে শুরু করে। শেষে কী পরিণতি হল সিংহ বা বাঘগুলির, তা অবশ্য জানা যায়নি।

ভিডিয়োটি কয়েক লক্ষ বার দেখা হয়েছে সমাজমাধ্যমে। এক লক্ষেরও বেশি মানুষ ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন ভিডিয়োয়। ভিডিয়োটি দেখে অবশ্য সমালোচনাও উড়ে এসেছে মন্তব্য বিভাগে। বেশির ভাগ নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন বাঘ ও সিংহের লড়াইয়ের মজা দেখার জন্য উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এক খাঁচায় পুরে দেওয়া হয়েছে। যা অত্যন্ত অনুচিত ও প্রকৃতির নিয়ম বিরুদ্ধ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement