বেসিল ভবন। ছবি: সংগৃহীত।
কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানে কর্মখালি। ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড-এর তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিশদ জানানো হয়েছে। নিযুক্ত ব্যক্তিকে চুক্তির ভিত্তিতে একটি গবেষণা প্রকল্পের টেকনিক্যাল ম্যানপাওয়ার বিভাগে কাজ করতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সাউন্ড রেকর্ডিস্ট কাম টেকনিক্যাল ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগ করা হবে। ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেক্ট্রনিক্স কিংবা ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা সংশ্লিষ্ট পদে কাজের জন্য আবেদন করতে পারবেন। সাউন্ড রেকর্ডিং বিষয়ে ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ করলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার মিলবে।
একই সঙ্গে অন্তত দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকাও আবশ্যক। আবেদনকারীর বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। কাজের জন্য প্রতি মাসে ৩০,০০০ টাকা পারিশ্রমিক বরাদ্দ করা হয়েছে। মোট ছ’মাসের চুক্তিতে কাজে করতে হবে। পরে ওই মেয়াদ বৃদ্ধি করা হতে পারে।
আবেদনের শেষ দিন ২২ নভেম্বর। ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।