CSIR Jobs

গবেষণা প্রকল্পে কর্মী প্রয়োজন, বিজ্ঞপ্তি প্রকাশ করল সিএসআইআর অধীনস্থ সংস্থা

কাজের জন্য প্রতি মাসে ২০ হাজার থেকে ৬৭ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ১৫:০১
Share:

সেন্ট্রাল ইলেক্ট্রোকেমিক্যাল রিসার্চ ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।

সেন্ট্রাল ইলেক্ট্রোকেমিক্যাল রিসার্চ ইনস্টিটিউটে কর্মী প্রয়োজন। কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর)-এর অধীনস্থ এই প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রজেক্ট সায়েন্টিস্ট, সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট, প্রজেক্ট অ্যাসোসিয়েট এবং প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট হিসাবে মোট ১৩ জনকে নিয়োগ করা হবে।

Advertisement

কেমিক্যাল, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফিজ়িক্যাল / কেমিক্যাল সায়েন্সেস বিষয়ে পিএইচডি করেছেন, এমন ব্যক্তিরা প্রজেক্ট অ্যাসোসিয়েট এবং প্রজেক্ট সায়েন্টিস্ট হিসাবে আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে প্রার্থীদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। পারিশ্রমিক ৪২ হাজার টাকা থেকে ৬৭ হাজার টাকা পর্যন্ত।

রসায়ন, অর্গ্যানিক কেমিস্ট্রি, মেটিরিয়াল সায়েন্স বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিরা প্রজেক্ট অ্যাসোসিয়েট এবং প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট হিসাবে গবেষণা প্রকল্পে কাজের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে নিযুক্তদের প্রতি মাসে ২০ হাজার টাকা থেকে ৩৫ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে।

Advertisement

২০২৭ পর্যন্ত চুক্তির ভিত্তিতে নিযুক্তদের উল্লিখিত পদে বহাল রাখা হবে। তাঁদের কাজ করতে হবে সেন্ট্রাল ইলেক্ট্রোকেমিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের চেন্নাইয়ের ইউনিটে। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই চলবে।

তাই এর জন্য আলাদা করে কোনও আবেদনপত্র জমা দিতে হবে না। পরিবর্তে সমস্ত আনুষঙ্গিক নথি নিয়ে সেন্ট্রাল ইলেক্ট্রোকেমিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের চেন্নাইয়ের দফতরে উপস্থিত থাকতে বলা হয়েছে। ১৯ এবং ২০ নভেম্বর সেখানেই ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement