Accident at Jadavpur

যাদবপুরে মাকে পিষে দিয়ে গেল বাস, অল্পের জন্য প্রাণ বাঁচল চার বছরের শিশুকন্যা ও বাবার

মৃতার নাম দেবশ্রী মণ্ডল (২৮)। মঙ্গলবার স্বামীর সঙ্গে মোটরবাইক চেপে মেয়েকে স্কুলে দিতে যাচ্ছিলেন তিনি। তখনই যাদবপুর এইটবি বাসস্ট্যান্ডের কাছে একটি এস-৩১ বাস এসে বাইকে ধাক্কা মারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ১২:১৮
Share:

মঙ্গলের সকালে দুর্ঘটনা শহরে। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

মর্মান্তিক দুর্ঘটনা ঘটল খোদ দক্ষিণ কলকাতায়। যাদবপুরে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার পথে বাসের ধাক্কায় মৃত্যু হল মায়ের। অল্পের জন্য প্রাণে বাঁচল বছর চারেকের মেয়ে।

Advertisement

জানা গিয়েছে, মৃতার নাম দেবশ্রী মণ্ডল (২৮)। মঙ্গলবার সকাল ৭টা নাগাদ স্বামীর সঙ্গে মোটরবাইক চেপে মেয়েকে স্কুলে দিতে যাচ্ছিলেন বাঘাযতীনের বাসিন্দা ওই মহিলা। সেই সময়েই দুর্ঘটনাটি ঘটে। যাদবপুর এইটবি বাসস্ট্যান্ডের কাছে একটি এস-৩১ বাস ধাক্কা মারে বাইকে। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান স্বামী ও মেয়ে। যদিও দুর্ঘটনায় মৃতার স্বামী গুরুতর আহত হয়েছেন। তাঁকে ইইডিএফ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে এত কিছুর পরেও বরাতজোরে অক্ষতই রয়েছে খুদে মেয়ে।

গত ২৪ ঘণ্টায় শহরে আরও একাধিক দুর্ঘটনার খবর প্রকাশ্যে এসেছে। সোমবার সন্ধ্যা ৭টা নাগাদ বড়বাজারে এমজি রোড ক্রসিংয়ের সামনে একটি গাড়ি বেপরোয়া গতিতে ছুটে গিয়ে সাইকেল আরোহী এক প্রৌঢ়কে ধাক্কা মারে। আহত ওই প্রৌঢ়কে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রাত ১০টা নাগাদ ইএম বাইপাসের কাছে একটি ট্যাক্সির ধাক্কায় গুরুতর জখম হয়েছেন নেতাজিনগরের বাসিন্দা এক মহিলা ও এক প্রৌঢ়। দু’জনকেই এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement