যাদবপুর বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী প্রকল্পে কাজের সুযোগ। এই মর্মে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগের ওই প্রকল্পে অর্থ সহায়তা করবে এক কেন্দ্রীয় সংস্থা। আগ্রহীদের এর জন্য অনলাইনে আবেদন জানাতে হবে।
বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগে প্রকল্পের কাজ হবে। এতে অর্থসহায়তা করবে কেন্দ্রীয় সংস্থা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড (সার্ব)। প্রকল্পটির নাম— ‘আল্ট্রা-লো পাওয়ার অলওয়েজ়-অন অ্যানালগ ইভেন্ট ডিটেকশন বেসড আইওটি ফর স্মার্ট এগ্রিকালচার’।
প্রকল্পে স্টুডেন্ট ইন্টার্ন পদে নিয়োগ হবে। বিজ্ঞপ্তিতে শূন্যপদের সংখ্যা বা আবেদনকারীদের বয়সসীমা জানানো হয়নি। তবে জানানো হয়েছে, নিযুক্তদের ইন্টার্নশিপের মেয়াদ দু’মাস। এই সময়ে তাঁদের সাম্মানিক বাবদ মাসে ৫০০০ টাকা দেওয়া হবে।
আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠানে ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন/ ইলেক্ট্রিক্যাল/ ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে বিই বা বিটেক কোর্সের তৃতীয় বা চতুর্থ বর্ষে পাঠরত হতে হবে। যাঁদের আইওটি ডিজ়াইন বা মেশিন লার্নিং নিয়ে কাজের অভিজ্ঞতা রয়েছে, তাঁদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
আগ্রহীদের জীবনপঞ্জি এবং কভার লেটার বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আবেদনের শেষ দিন ২০ ডিসেম্বর। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।