রবিবার আউশগ্রামে একটি দলীয় সভায় আউশগ্রাম ২ ব্লকের তৃণমূল সভাপতি আব্দুল লালন। —নিজস্ব চিত্র।
২০২৬ সালের বিধানসভা ভোটে অন্য কোনও প্রার্থী দেওয়া হোক। দলের কাছে সেই আর্জিই জানালেন তৃণমূলের পূর্ব বর্ধমানের আউশগ্রাম ২ ব্লকের সভাপতি আব্দুল লালন। নাম না করেও বুঝিয়ে দিলেন এলাকার বিধায়ক অভেদানন্দ থান্দারকে পছন্দ করছেন না তিনি। রবিবার এলাকায় এক দলীয় সমাবেশ থেকে লালনের দাবি, পরের বার বিধানসভা নির্বাচনে ‘বহিরাগত’ প্রার্থীর বদলে কোনও ‘ভূমিপুত্র’কে প্রার্থী করা হোক।
আউশগ্রামের বিধায়ক অভেদানন্দের বাড়ি বীরভূম জেলার বোলপুরে। পূর্ব বর্ধমানের আউশগ্রাম বিধানসভা কেন্দ্রটি বীরভূম লাগোয়াই। ২০২১ সালের নির্বাচনে বীরভূমের অভেদানন্দকে আউশগ্রাম থেকে প্রার্থী করে তৃণমূল। তবে এই বিধায়ক যে তাঁর না-পসন্দ, তা রবিবার নিজের বক্তব্যেই বুঝিয়ে দিয়েছেন লালন। সমাবেশে তিনি বলেন, “আমরা বিধানসভা ভোটে আরও বেশি ব্যবধানে দলকে জেতাব। তবে দলের কাছে আমরা একটাই দাবি রাখব, যাতে বহিরাগতকে প্রার্থী করা না হয়। আমরা দলের প্রত্যেক সদস্য, বুথ সভাপতিরা মিলে নেত্রীর কাছে পিটিশন দেব যেন আউশগ্রামের প্রার্থী হিসাবে আমাদের জেলার ভূমিপুত্রকেই পাই।”
স্থানীয় সূত্রে খবর, তৃণমূলের আউশগ্রাম ২ ব্লকের সভাপতি হওয়ার পর শুরুর দিকে লালন এবং বিধায়ক অভেদানন্দের সম্পর্ক বেশ ভালই ছিল। শোনা যায়, আগের ব্লক সভাপতিকে সরানোর নেপথ্যেও বিধায়কেরই ভূমিকা ছিল। যদিও সে কথা প্রকাশ্যে তিনি জানাননি। দলের তরফে এমন কিছু বলা হয়নি। তবে গত বছরের লোকসভা নির্বাচনের পর থেকেই বিধায়কের সঙ্গে ব্লক সভাপতির সম্পর্কে চিড় ধরতে শুরু করে। এই অবস্থায় বিধানসভা ভোটের এক বছর আগে থেকেই অন্য কোনও প্রার্থীকে আউশগ্রাম থেকে দাঁড় করানোর আর্জি তুলে ধরলেন আউশগ্রাম ২ ব্লকের তৃণমূল সভাপতি।
সম্প্রতি বেশ কয়েকটি কর্মসূচিতে দু’জনকে একমঞ্চে দেখা গেলেও, লালনের ডাকা দলীয় কর্মসূচিতে দেখা মিলছে না বিধায়কের। রবিবার আউশগ্রামের এক সভা থেকে লালন নাম না করে বুঝিয়ে দিলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থী হিসাবে তিনি বোলপুরের বাসিন্দা অভেদানন্দকে চাইছেন না।
ব্লক সভাপতির এই মন্তব্য নিয়ে আউশগ্রামের বিধায়কের সঙ্গেও যোগাযোগ করা হয়। তবে এ বিষয়ে কিছু বলতে অস্বীকার করেছেন অভেদানন্দ। তৃণমূলের পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় অবশ্য বলেন, ‘‘মুখ্যমন্ত্রী যাঁকে প্রার্থী করবেন, আমরা তাঁকেই মেনে নেব। তাঁর হয়েই প্রচারে নামব আমরা।’’