ভারতীয় দলের অনুশীলনে মহম্মদ শামির সঙ্গে বোলিং কোচ মর্নি মর্কেল। ছবি: পিটিআই।
ভারতীয় দলের অনুশীলন মহম্মদ শামি। ২০২৩ সালের বিশ্বকাপের পর আবার ভারতীয় শিবিরে দেখা গেল বাংলার পেসারকে। পুরোদমে অনুশীলন করলেন শামি। তবে পায়ে দেখা গেল নি-ক্যাপ। কোচ গৌতম গম্ভীর এবং বোলিং কোচ মর্নি মর্কেলের সঙ্গে অনেক ক্ষণ কথাও বলতে দেখা গেল তাঁকে।
আগামী বুধবার ইডেনে মুখোমুখি হবে ভারত এবং ইংল্যান্ড। টি-টোয়েন্টি সিরিজ়ের প্রথম ম্যাচ কলকাতায়। এই শহরে খেলেই ভারতীয় দলের দরজা খুলেছিলেন শামি। ইডেন তাঁর ঘরের মাঠ। সেই মাঠেই হয়তো প্রত্যাবর্তন ঘটবে শামির। প্রায় এক বছর দু’মাস পর ভারতীয় দলের জার্সি পরতে চলেছেন তিনি। স্বাভাবিক ভাবেই তাঁকে নিয়ে উৎসাহ তুঙ্গে। রবিবার অনুশীলনে পায়ে নি-ক্যাপ পরেই দলের সঙ্গে দৌড়লেন শামি। বলও করলেন। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শামিকে ১০০ শতাংশ ফিট চাইবে ভারত। কারণ জসপ্রীত বুমরাহ খেলতে না পারলে দলের পেস বিভাগের নেতৃত্বের ভার থাকবে তাঁর উপর।
রবিবার ইংল্যান্ড দল অনুশীলন করেনি। তিন ঘণ্টার বেশি সময় ধরে অনুশীলন করে ভারত। রিঙ্কু সিংহকে বল করতে দেখা যায়। অনুশীলনের শেষ দিকে রিঙ্কু আলাদা করে ছক্কা মারার অনুশীলন করেন। তিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন। ইডেন তাঁর পরিচিত মাঠ। এই মাঠকে খুব ভাল করে চেনেন কেকেআরের প্রাক্তন অধিনায়ক এবং মেন্টর গম্ভীর। তিনি রবিবার পিচ দেখেন। যে পিচে প্রচুর রান ওঠার সম্ভাবনা রয়েছে বলে শোনা যাচ্ছে।
ইডেনে পিচ দেখছেন কোচ গৌতম গম্ভীর। ছবি: পিটিআই।
পুরো দলকে এ দিন অনুশীলনে দেখা গেলেও এখনও কলকাতায় আসেননি আরশদীপ সিংহ। ভারতের বাঁহাতি পেসার সোমবার দলে যোগ দেবেন। রবিবার হার্দিক পাণ্ড্য, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসনদের ব্যাটিংয়ে নজর দিলেন গম্ভীর। কড়া নজর রেখেছিলেন তাঁদের দিকে।
ভারতের কোনও ক্রিকেটারের জন্য আলাদা গাড়ির ব্যবস্থা করা হয়নি। বাংলার ক্রিকেট সংস্থার প্রধান স্নেহাশিস গঙ্গোপাধ্যায় সংবাদ সংস্থা পিটিআই-কে বলেন, “ভারতীয় ক্রিকেটারদের জন্য যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সেই নিয়ম মেনে বাংলার ক্রিকেট সংস্থা কারও জন্য আলাদা গাড়ির ব্যবস্থা করেনি। শুধু দলের বাস রয়েছে। বোর্ডের নিয়ম অনুযায়ী ক্রিকেটারেরা বাসে করেই ম্যাচ এবং অনুশীলনের সময় যাতায়াত করবেন।”