CSIR CGCRI Recruitment 2024

যাদবপুরের প্রতিষ্ঠানে গবেষক নিয়োগ, ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকদের কাজের সুযোগ

প্রতিষ্ঠানের প্রকল্পটি কেন্দ্রের ভূবিজ্ঞান মন্ত্রকের অর্থপুষ্ট।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ১৭:০৩
Share:

সিএসআইআর-সিজিসিআরআই। সংগৃহীত ছবি।

যাদবপুরের সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট (সিজিসিআরআই) বা কেন্দ্রীয় কাচ এবং সেরামিক গবেষণা প্রতিষ্ঠানের একটি প্রকল্পে গবেষণামূলক কাজের সুযোগ। সম্প্রতি এ সংক্রান্ত নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর)-এর অধীনস্থ এই প্রতিষ্ঠান। জানানো হয়েছে, প্রকল্পটি কেন্দ্রীয় মন্ত্রকের অর্থপুষ্ট। এই কাজে আগ্রহীদের অনলাইনেই আবেদন জানাতে হবে।

Advertisement

কেন্দ্রের ভূবিজ্ঞান মন্ত্রকের অর্থপুষ্ট ওই প্রকল্পটির নাম— ‘সেন্সরস অ্যান্ড সিস্টেমস ফর ওশনোগ্রাফিক অ্যান্ড সারফেস মেটিরিয়োলজিক্যাল অবজ়ারভেশন’।

প্রকল্পে নিয়োগ হবে প্রজেক্ট অ্যাসোসিয়েট-১ পদে। শূন্যপদ একটি। সংশ্লিষ্ট পদে প্রথমে এক বছরের জন্য কর্মী নিয়োগ করা হবে। এর পরে নিযুক্ত ব্যক্তির কাজ এবং ফান্ডিংয়ের উপর নির্ভর করে এই মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ২৩ জুন পর্যন্ত করা হতে পারে।

Advertisement

সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। নিযুক্ত ব্যক্তির সাম্মানিক হবে মাসে ২৫,০০০ টাকা। এ ছাড়াও মিলবে বাড়িভাড়া বাবদ ভাতা।

আবেদনকারীদের সেরামিক/ মেটিরিয়ালস সায়েন্স/ ন্যানো সায়েন্স/ ন্যানোটেকনোলজি/ পলিমার টেকনোলজি/ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং/ কেমিক্যাল টেকনোলজিতে বিই/ বিটেক থাকতে হবে। এ ছাড়াও রয়েছে যোগ্যতার অন্যান্য মাপকাঠি।

আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত প্রয়োজনীয় নথি-সহ আবেদন জানাতে হবে। অনলাইনে আবেদনের শেষ দিন আগামী ১৬ ডিসেম্বর। এর পরে সংশ্লিষ্ট পদে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। ইন্টারভিউ হবে ১৭ ডিসেম্বর। ওই দিন প্রার্থীদের আবেদনপত্র-সহ অন্যান্য প্রয়োজনীয় নথি নিয়ে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে প্রতিষ্ঠানে উপস্থিত হতে হবে। নিয়োগের শর্তাবলি সবিস্তার জানতে প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement