জলপাইগুড়ি সরকারি মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল। সংগৃহীত ছবি।
জলপাইগুড়ি জেলায় কাজের সুযোগ। চিকিৎসক নিয়োগ করা হবে জলপাইগুড়ি সরকারি মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে। এই মর্মে রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি মোতাবেক, হাসপাতালে চুক্তির ভিত্তিতে নিয়োগ হবে। আগ্রহীরা এর জন্য অফলাইনে আবেদন করতে পারবেন।
হাসপাতালে সিনিয়র রেসিডেন্ট পদে নিয়োগ হবে। মোট শূন্যপদের সংখ্যা ১২। নিযুক্তদের হাসপাতালের বায়োকেমিস্ট্রি, অপথ্যালমোলজি, অ্যানাস্থেশিয়োলজি, পেডিয়াট্রিক মেডিসিন, অবস্টেট্রিক্স অ্যান্ড গায়নেকোলজি, জেনারেল মেডিসিন, প্যাথোলজি, ইএনটি, অর্থোপেডিক্স, ডার্মাটোলজি এবং রেডিয়োলজি বিভাগে কাজ করতে হবে। চুক্তিভিত্তিক এই পদে প্রথমে কাজের মেয়াদ থাকবে এক বছর। এর পর তাঁদের কাজের উপর নির্ভর করে এই মেয়াদ বাড়ানো হবে।
আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে এমডি/ এমএস/ ডিএনবি থাকতে হবে। বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ৭০,০০০ টাকা।
আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে নিয়োগ হবে। হাসপাতালে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে ২০ ডিসেম্বর দুপুর ১টা থেকে। ওই দিন সমস্ত নথি নিয়ে প্রার্থীদের হাসপাতালে উপস্থিত হতে হবে। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।