সিটেট। প্রতীকী ছবি।
সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্টের অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) এর ওয়েবসাইটে ২৬ ডিসেম্বর দুপুর ১২টার পর থেকে পরীক্ষার্থীরা এটি ডাউনলোড করতে পারবেন।
সিটেট ২০২২ পরীক্ষার গুরুত্বপূর্ণ নির্দেশিকাগুলি অ্যাডমিট কার্ডে উল্লেখ করা হয়েছে। ৩১ অক্টোবর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত আবেদনপত্র জমা করেছিলেন ইচ্ছুক প্রার্থীরা। ২০২২-এর ডিসেম্বর থেকে ২০২৩-এর জানুয়ারি মাসের মধ্যে সিটেট-এর পরীক্ষা আয়োজিত হতে পারে।
প্রসঙ্গত, সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট (সিটেট) প্রতি বছরে দু’বার করে আয়োজিত হয়ে থাকে। সাধারণত, যে সমস্ত প্রার্থী কেন্দ্রীয় সরকারের অধীনস্থ স্কুলগুলিতে পড়াতে চান, তাঁদের সিটেট পরীক্ষা দিতে হয়।