—প্রতীকী ছবি।
চার দশক ধরে এক ছাদের তলায় থাকেন প্রৌঢ় দম্পতি। শান্তিতেই বাস করেন সেই সুখী দম্পতি, এমনটাই দাবি প্রতিবেশীদের। তবুও ৪৩ বছরের বিবাহিত জীবনে ১২ বার বিচ্ছেদ দিয়েছেন প্রৌঢ়া। বার বার বিচ্ছেদের পরেও আবার তাঁরা বিয়ে করেন। দু’তিন বছর একসঙ্গে থাকার পর আবার বিচ্ছেদের সিদ্ধান্তে উপনীত হন দু’জনে। গভীরে তলিয়ে দেখার পর এক অদ্ভুত ‘রহস্য’-এর সমাধান হয়।
অস্ট্রিয়ার ভিয়েনার বাসিন্দা ওই দম্পতি। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, আর্থিক অনুদানের লোভে বার বার বিবাহবিচ্ছেদ দেন ওই মহিলা। অস্ট্রিয়ার নিয়মানুযায়ী, কোনও মহিলা বিবাহবিচ্ছেদের পর যদি একা থাকেন তা হলে তিনি সরকারের তরফে ২৮,৩০০ ডলার (ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ২৪ লক্ষ টাকা) অনুদান পাবেন। পরিশ্রম না করে অর্থ উপার্জন করার জন্য এই পথটিই বেছে নিয়েছিলেন তাঁরা। তাই লক্ষ লক্ষ টাকা অনুদান পাওয়ার লোভে স্বামীকে বার বার বিচ্ছেদ দেন প্রৌঢ়া।
২০২২ সালের মে মাসে দ্বাদশ বিচ্ছেদের জন্য যখন ওই মহিলা আবেদন করেছিলেন তখন সমস্ত বিষয় স্পষ্ট হয়ে যায়। জানা যায়, বার বার অনুদান পাওয়ার লোভে এই পথ বেছে নিয়েছেন তাঁরা। বর্তমানে ওই দম্পতির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করা হয়েছে।