Taiwan

তাইওয়ানকে বিপুল সামরিক সাহায্য আমেরিকার, সরব চিন

তাইওয়ানকে সামরিক সরঞ্জাম বিক্রি ও সহায়তা বাবদ ৫৭ কোটি ১০ লক্ষ ডলারের সাহায্যের ঘোষণায় তীব্র ক্ষোভ জানাল চিন।

Advertisement

সংবাদ সংস্থা

বেজিং শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ০৮:০১
Share:

তাইওয়ানকে সামরিক সরঞ্জাম বিক্রি ও সহায়তা বাবদ ৫৭ কোটি ১০ লক্ষ ডলারের সাহায্যের ঘোষণায় তীব্র ক্ষোভ জানাল চিন। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রেসিডেন্ট ভোটে হারের পর থেকে জো বাইডেনের একের পর এক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে ঘরে-বাইরে। এ বার তাইওয়ানকে সামরিক সরঞ্জাম বিক্রি ও সহায়তা বাবদ ৫৭ কোটি ১০ লক্ষ ডলারের সাহায্যের ঘোষণায় তীব্র ক্ষোভ জানাল চিন। আমেরিকার এই পদক্ষেপকে ‘আগুন নিয়ে খেলা’র সঙ্গে তুলনা করে তারা জানিয়েছে, এর পরিনতি ভাল হবে না।

Advertisement

শনিবারই তাইওয়ানকে ওই বিপুল পরিমাণ অর্থ এবং অস্ত্র সাহায্যের কথা ঘোষণা করেছে বাইডেন প্রশাসন। যে সমস্ত প্রতিরক্ষা সরঞ্জাম তাইওয়ানকে বিক্রি করা হচ্ছে, তার মধ্যে রয়েছে ট্যাকটিক্যাল রেডিয়ো সিস্টেম এবং গান মাউন্ট। পাশাপাশি সে দেশের সেনাকে অস্ত্র প্রসিক্ষণ-সহ আরও নানা খাতে সাহায্য করার কথাও ঘোষণা করেছে আমেরিকা। কূটনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্পের কাছে হারের পরে প্রথমে রাশিয়ার ভিতরে আঘাত করার জন্য আমেরিকার ক্ষেপণাস্ত্র ব্যবহারে ইউক্রেনকে সম্মতি দিয়ে মস্কোকে এবং তার পরে তাইওয়ানকে সামরিক সাহায্য দিয়ে চিনকে চটিয়ে ট্রাম্পের কাজ কঠিনতর করতে চাইছেন বাইডেন।

প্রত্যাশিত ভাবেই আমেরিকার এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে তাইওয়ান সরকার বলেছে, এর ফলে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে। আমেরিকার বিদেশ মন্ত্রক জানিয়েছে, তাইওয়ানকে চিনের আগ্রাসন থেকে বাঁচাতেই এই পদক্ষেপ। আগামী দিনেও এই রকমের সাহায্য দেওয়া হবে বলে জানিয়েছে তারা। উল্টো দিকে আমেরিকার এই বিপুল সামরিক সাহায্যের তীব্র নিন্দা করেছে চিন। তাদের বক্তব্য, এর ফলে তাইওয়ানের সঙ্গে বেজিংয়ের বিরোধ আরও উস্কে দিতে চাইছে ওয়াশিংটন। চিনের আরও দাবি, আমেরিকা-সহ পশ্চিমের দেশগুলি যতই চেষ্টা করুক, তাইওয়ানে আসলে চিনের মূল ভূখণ্ডেরই অংশ। সংবাদ সংস্থা

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement