নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।
নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় (এনএসওইউ)-এ গবেষণামূলক কাজের সুযোগ। এমনটা জানিয়ে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি মোতাবেক, বিশ্ববিদ্যালয়ে নিজস্ব একটি প্রকল্পে কর্মী নিয়োগ করা হবে। এর জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। তাঁদের আগে থেকে আবেদন জানাতে হবে না।
বিশ্ববিদ্যালয়ের স্পেশ্যাল এডুকেশন বিভাগে ওই গবেষণা প্রকল্পের কাজ হবে। যার নাম— ‘ইমোশনাল ওয়েল বিয়িং অফ দ্য প্রাইমারি স্কুল টিচার্স টু ফস্টার ইনক্লুসিভ এডুকেশন প্র্যাক্টিসেস’। প্রকল্পটি বিশ্ববিদ্যালয়ের স্বঅর্থপুষ্ট মাইনর রিসার্চ প্রজেক্ট।
নিয়োগ হবে প্রজেক্ট অ্যসিস্ট্যান্ট পদে। শূন্যপদ একটি। প্রাথমিক ভাবে পাঁচ মাসের জন্য চুক্তির ভিত্তিতে এই পদে নিয়োগ করা হবে। আবেদনকারীদের বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। প্রতি মাসে নিযুক্ত ব্যক্তির সাম্মানিক হবে ৮০০০ টাকা।
আবেদনকারীদের এডুকেশন/ স্পেশ্যাল এডুকেশন/ সমাজবিদ্যায় স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্যান্য মাপকাঠির বিষয়ে মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।
সল্টলেকে বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ এডুকেশনের কনফারেন্স হলে আগামী ১৬ ডিসেম্বর নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ইন্টারভিউ চলবে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত। আগ্রহীদের ওই দিন বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি নিয়ে সকাল সাড়ে ১০টার মধ্যে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হতে হবে। এই বিষয়ে সবিস্তার জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে হবে প্রার্থীদের।