কল্যাণী বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।
জাতীয় এবং রাজ্যস্তরের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা নেট (ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট) এবং সেট (স্টেট এলিজিবিলিটি টেস্ট)-এর প্রস্তুতির জন্য প্রশিক্ষণ দেবে কল্যাণী বিশ্ববিদ্যালয়। সম্প্রতি এই মর্মে বিশ্ববিদ্যালয়ের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, এই প্রশিক্ষণ স্বল্পমেয়াদি। এর জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন জানাতে হবে।
বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর নেট/ সেট কোচিং অ্যান্ড কেরিয়ার কাউন্সেলিং সংশ্লিষ্ট প্রশিক্ষণের আয়োজক। প্রশিক্ষণ পাঁচ মাসের। যা চলবে ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত। ক্লাস শুরু ৫ জানুয়ারি থেকে। এই প্রোগ্রামের জন্য অনলাইন এবং অফলাইন— উভয় মাধ্যমেই ক্লাসের আয়োজন করা হবে।
প্রশিক্ষণে দু’টি পরীক্ষার জেনারেল পেপার বা প্রথম পত্রের পাশাপাশি বিভিন্ন বিষয়ের দ্বিতীয় পত্রের জন্যও পড়ুয়াদের প্রস্তুত করা হবে। এর মধ্যে রয়েছে, বাংলা, ইংরেজি, সমাজবিদ্যা, কমার্স, জীবনবিজ্ঞানের মতো নানা বিষয়।
কল্যাণী বিশ্ববিদ্যালয় ছাড়াও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা স্নাতকোত্তরে পাঠরত বা উত্তীর্ণরা এই প্রোগ্রামে ভর্তির আবেদন জানাতে পারবেন।প্রশিক্ষণের জন্য কোনও টিউশন ফি দিতে হবে না তাঁদের।
আগ্রহীদের এর জন্য মূল বিজ্ঞপ্তিতে দেওয়া গুগল ফর্মের লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদন জানাতে সংরক্ষিত এবং অসংরক্ষিত শ্রেণিভুক্তদের যথাক্রমে ১৫০০ টাকা এবং ২০০০ টাকা জমা দিতে হবে। আগামী ৩১ ডিসেম্বর আবেদনের শেষ দিন। নির্বাচিতদের নাম ঘোষণা করা হবে ৩ জানুয়ারি। এই বিষয়ে বিশদ জানতে পড়ুয়াদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে হবে।