WB Govt Job Recruitment 2024

ডায়মন্ড হারবার সরকারি হাসপাতালে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ, শূন্যপদ ক’টি?

নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ১৬,০০০ টাকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ ১৭:২৭
Share:

ডায়মন্ড হারবার সরকারি মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল। সংগৃহীত ছবি।

দক্ষিণ ২৪ পরগনা জেলায় কাজের সুযোগ। ডায়মন্ড হারবার সরকারি মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে কর্মী নিয়োগ করা হবে। মঙ্গলবার এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে। বিজ্ঞপ্তি অনুযায়ী, হাসপাতালে অস্থায়ী ভাবে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ হবে। এর জন্য আগ্রহীদের থেকে অনলাইনে আবেদনপত্র গ্রহণ করা হবে। যা শুরু হবে বৃহস্পতিবার থেকে।

Advertisement

হাসপাতালে নিয়োগ হবে ডেটা এন্ট্রি অপারেটর পদে। শূন্যপদ দু’টি। সংশ্লিষ্ট পদে প্রথমে এক বছরের চুক্তিতে কর্মী নিয়োগ করা হবে। এর পর নিযুক্তদের কাজের উপর নির্ভর করে এই মেয়াদ বাড়ানো হতে পারে।

ডেটা এন্ট্রি অপারেটর পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় থাকবে। নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ১৬,০০০ টাকা।

Advertisement

আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। পাশাপাশি, কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সংক্রান্ত বিষয়ে ডিগ্রি/ ডিপ্লোমা/ সার্টিফিকেট থাকতে হবে। সেই সঙ্গে, দুই থেকে তিন বছরের পেশাদারি অভিজ্ঞতাও প্রয়োজন। এ ছাড়াও রয়েছে যোগ্যতার অন্যান্য মাপকাঠি।

আগ্রহীদের এর জন্য মূল বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ২২ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এর পর সংশ্লিষ্ট পদের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, পেশাদারি অভিজ্ঞতা, কম্পিউটারে দক্ষতা পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বাকি তথ্য জানার জন্য রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইট দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement