NHAI Recruitment 2024

কলকাতায় ন্যাশনাল হাইওয়েজ় অথরিটি অফ ইন্ডিয়ায় কাজের সুযোগ, নিয়োগ ইন্টারভিউয়ের মাধ্যমে

নিযুক্ত ব্যক্তির পারশ্রমিক হবে সর্বাধিক ২৭,৫০০ টাকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৪ ১৬:২২
Share:

ন্যাশনাল হাইওয়েজ় অথরিটি অফ ইন্ডিয়া (এনএইচএআই)। সংগৃহীত ছবি।

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল হাইওয়েজ় অথরিটি অফ ইন্ডিয়া (এনএইচএআই)-র তরফে কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে সম্প্রতি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংস্থার তরফে। বিজ্ঞপ্তিতে প্রকাশ, এর জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। আগ্রহীদের আগে থেকে আবেদন জানাতে হবে না।

Advertisement

সংস্থায় নিয়োগ হবে গভর্নমেন্ট আমিন বা সার্ভেয়ার পদে। শূন্যপদ রয়েছে একটি। সংস্থার পিআইইউ- কলকাতার বিভিন্ন প্রকল্পের জমি অধিগ্রহণ সংক্রান্ত কাজের জন্য সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। প্রাথমিক ভাবে নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে ছ’মাস। এর পর প্রয়োজন এবং নিযুক্ত ব্যক্তির কাজের উপর নির্ভর করে এই মেয়াদ বাড়ানো হতে পারে।

সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়ঃসীমার কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। তবে জানানো হয়েছে, নিযুক্ত ব্যক্তির পারশ্রমিক হবে সর্বাধিক ২৭,৫০০ টাকা।

Advertisement

আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আমিন বা সার্ভেয়ার সংক্রান্ত পরীক্ষাতেও উত্তীর্ণ হতে হবে। এ ছাড়া ল্যান্ড সার্ভেয়ার পদে কাজের দু’বছরের অভিজ্ঞতা থাকাও জরুরি।

আগামী ১৯ নভেম্বর সকাল ১১টা থেকে বিজ্ঞপ্তিতে উল্লিখিত স্থানে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন নির্ধারিত স্থানে প্রার্থীদের সমস্ত প্রয়োজনীয় নথি নিয়ে উপস্থিত হতে হবে। এই বিষয়ে বিশদ জানা যাবে সংস্থার ওয়েবসাইট থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement