এমপ্লয়িজ় প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। সংগৃহীত ছবি।
এমপ্লয়িজ় প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও)-এ কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি ইপিএফও-র ওয়েবসাইটে এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, কেন্দ্রের শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রকের অধীনস্থ এই সংস্থায় ডেটা অ্যানালিটিক্স, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস এবং সোশ্যাল সিকিউরিটি সংক্রান্ত জ্ঞান এবং পেশাদারি দক্ষতাসম্পন্নদের নিয়োগ করা হবে। নিয়োগ হবে স্বল্পমেয়াদি চুক্তির ভিত্তিতে। এর জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন জানাতে হবে।
সংস্থায় নিয়োগ হবে ইয়ং প্রফেশনাল পদে। বিজ্ঞপ্তিতে মোট শূন্যপদের সংখ্যা জানানো হয়নি। তবে জানানো হয়েছে, সংস্থার বিভিন্ন বিভাগে কর্মীদের প্রাথমিক ভাবে এক বছরের জন্য নিয়োগ করা হবে। এর পর তাঁদের কাজের উপর নির্ভর করে এই মেয়াদ আরও তিন বছর পর্যন্ত বাড়ানো হতে পারে।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স হতে হবে অনূর্ধ্ব ৩২ বছর। নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ৬৫,০০০ টাকা।
আবেদনকারীদের যে কোনও বিষয়ে স্নাতকোত্তীর্ণ হতে হবে। যাঁদের সোশ্যাল সিকিউরিটি বা সামাজিক সুরক্ষা বিষয়ে গবেষণা বা বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে ডেটা নির্ভর গবেষণার অভিজ্ঞতা রয়েছে, তাঁদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
আগ্রহীদের মূল বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ৩০ নভেম্বর আবেদনের শেষ দিন। এই বিষয়ে বাকি তথ্য বিস্তারিত জানতে মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।