কার্গো বিমান প্রতীকী ছবি।
১৮ টনের ৩টি অক্সিজেন জেনারেটর, এক হাজার ভেন্টিলেটর নিয়ে ভারতে আসছে বিশ্বের বৃহত্তম কার্গো বিমান। অ্যান্টোনভ-১২৪ কার্গো বিমানের মাধ্যমে কোভিড মোকাবিলায় নানা সরঞ্জাম ভারতে পাঠাচ্ছে ব্রিটেন। ব্রিটিশ সরকার জানিয়েছে, বিশ্বের বৃহত্তম কার্গো বিমানটি শুক্রবার উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্ট থেকে রওনা দিয়েছে। রবিবার সকালেই এই বিমান দিল্লির মাটি ছোঁবে। কমনওয়েলথ অ্যান্ড ডেভলপমেন্ট অফিস বলেছে, বিমানবন্দরের কর্মীরা রাতদিন কাজ করে বিশাল এই অ্যান্টোনভ ১২৪ বিমানে সরঞ্জাম তুলেছেন।
তিনটি অক্সিজেন জেনারেটর প্রতি মিনিটে ৫০০ লিটার অক্সিজেন উৎপাদন করতে পারে। যা একবারে ৫০ জনের জন্য যথেষ্ট। ব্রিটেনের বিদেশ সচিব ডোমিনিক রাব বলেন, ‘‘উত্তর আয়ারল্যান্ড থেকে উদ্বৃত্ত অক্সিজেন জেনারেটরগুলি ভারতে পাঠানো হচ্ছে। এই জীবনরক্ষা সরঞ্জামগুলি ভারতের হাসপাতালগুলিকে সহায়তা করবে। আশঙ্কাজনক কোভিড রোগীদের চিকিৎসা করতে এই সামগ্রী কাজে লাগবে। এই অতিমারি মোকাবিলায় ব্রিটেন এবং ভারত একসঙ্গে কাজ করছে। আমরা সবাই নিরাপদ না হওয়া পর্যন্ত কেউই নিরাপদ নয়।’’
গত মাসেই ব্রিটেন ২০০টি ভেন্টিলেটর ও ৪৯৫টি অক্সিজেন কনসেন্ট্রেটর ভারতে পাঠিয়েছে। ব্রিটেনের স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকক বলেছেন, ‘‘ভারতের পরিস্থিতি হৃদয়বিদারক। আমরা আমাদের বন্ধুদের পাশে থেকে এই বিপুল চ্যালেঞ্জের মুখোমুখি হতে প্রস্তুত।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy