চুমু খেতে সাংবাদিক জুলিয়ার দিকে এগিয়ে যাচ্ছেন রুশ যুবক। -টুইটার অ্যাকাউন্টের সৌজন্যে।
রাশিয়ায় বিশ্বকাপ ফুটবলের রিপোর্টিং করতে গিয়ে ফের যৌন নিগ্রহের মুখে পড়লেন এক বিদেশি সাংবাদিক। ইয়েকাতেরিংবার্গে ফুটবল ম্যাচের লাইভ সম্প্রচার করার সময় ব্রাজিলের টেলিভিশন সাংবাদিক জুলিয়া গুইমারায়েসকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা করেন এক রুশ যুবক। ওই সাংবাদিক সঙ্গে সঙ্গে তাঁর ক্যামেরার বুম যুবকটির দিকে ঘুরিয়ে তাঁকে ক্ষমা চাইতে বাধ্য করেন।
দিনকয়েক আগেও রাশিয়ায় বিশ্বকাপ ফুটবলের আসরে এমনই একটি ঘটনা ঘটেছিল। সে বার কলম্বিয়ার সাংবাদিক জুলিয়েথ গঞ্জালেসকে জড়িয়ে ধরে চুমু খান এক রুশ ফুটবল সমর্থক।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার ব্রাজিলের সাংবাদিক জুলিয়া যখন একটি ম্যাচের লাইভ সম্প্রচারে ব্যস্ত ছিলেন, সেই সময় আচমকা তাঁর দিকে এগিয়ে যান এক রুশ যুবক। জুলিয়াকে জড়িয়ে ধরে চুমু খাওয়ায় চেষ্টা করেন। কিন্তু সঙ্গে সঙ্গে জুলিয়া তাঁর ক্যামেরার বুম ঘুরিয়ে দেন যুবকটির দিকে। তার পর চালু ক্যামেরার সামনে যুবকটিকে বলতে থাকেন, ‘‘এ সব করবেন না। আর কখনও এমন অসভ্যতা করবেন না। বলে দিলাম, এমনটা আর করবেন না। কখনওই করবেন না। আমি এ সব বরদাস্ত করি না। এটা ভদ্রলোকের আচরণ নয়।’’ তার পর একটু থেমে জুলিয়াকে ফের বলতে দেখা যায়, ‘‘মেয়েদের সঙ্গে এ সব করবেন না। মেয়েদের শ্রদ্ধা করতে শিখুন।’’
Great response from Brazilian TV journalist Julia Guimaraes of Sportv to unacceptable behaviour. Not easy to show such restraint in the face of harassment. pic.twitter.com/eFVZz6gdMA
Great response from Brazilian TV journalist Julia Guimaraes of Sportv to unacceptable behaviour. Not easy to show such restraint in the face of harassment. https://t.co/eFVZz6gdMA
— Colin Millar (@Millar_Colin) June 24, 2018
গোটা ঘটনা তাঁর ভিডিও ক্যামেরায় রেকর্ড করে পরে টুইট করেন জুলিয়া। সেখানে লেখেন, ‘‘এই ঘটনা ঘটনাকে খুবই লজ্জাজনক। আমি বলার মতো কোনও ভাষাই খুঁজে পাচ্ছি না। এটা সৌভাগ্যের, ব্রাজিলে এ সব হয় না। এখানে দু’-দু’বার এমন ঘটনা ঘটল। দুঃখজনক! লজ্জাজনক।’’
আরও পড়ুন- মেয়েদের জন্য সবচেয়ে বিপদের দেশ ভারত, বলছে সমীক্ষা
আরও পড়ুন- আইসল্যান্ড: বরফের দেশে ফুটবল রূপকথা, আমরা শুধু দেখে যাই
পরে অবশ্য ভিডিয়ো কলে অভিযুক্ত যুবক ক্ষমা চান জুলিয়ার কাছে। নিজের নামধাম গোপন রেখে তিনি বলেন, ‘‘আমি আপনার কাছে আন্তরিক ভাবে ক্ষমা চাইছি। আমি বেচাল হয়ে পড়েছিলাম, আবেগে। বুঝিনি, এতে আপনি এতটা আঘাত পাবেন।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy