গাড়িতে লেখা এই মেসেজ দেখেই কিডনি দানের সিদ্ধান্ত গার্ডির। ছবি : ফেসবুক থেকে নেওয়া।
গাড়িটা ওয়ালমার্টের স্টোরের বাইরে দাঁড় করানো ছিল। তাতে লেখা একটি আবেদন। সেটা দেখেই এক মা সিদ্ধান্ত নিয়ে ফেলেন তাঁর একটা কিডনি দান করবেন। বাঁচাবেন আরেক মায়ের সন্তানকে।
সাউথ ক্যারোলাইনার ঘটনা। ল্যাসোন্ডা পাঘ পশ্চিম অ্যাসলের ওয়ালমার্ট স্টোরের বাইরে তাঁর গাড়িটি পার্ক করে রেখেছিলেন। ওই স্টোরে তিনি গত ১৪ বছর ধরে কাজ করেন। সেখানেই স্টার গার্ডি ওই গাড়িতে লেখা মেসেজটি দেখেন।
কী ছিল সেই বার্তা? গাড়িতে লেখা ছিল, ‘আমার নাম ড্যানিয়েল জোন্স জুনিয়র, আমার জীবন বাঁচাতে দয়া করে আমাকে একটি কিডনি দান করুন। আমি এবি পজিটিভ’। সঙ্গে একটি ফোন নম্বর।
মেসেজটির ছবি তুলে ওয়ালমার্ট স্টোরের ভেতরে চলে যান স্টার গার্ডি।
ড্যানিয়েল জোন্স (২৪) জিনগত সমস্যার জন্য কিডনির রোগ আলফা সিন্ড্রোমে ভুগছিলেন। সপ্তাহে তিন বার তাঁর ডায়ালিসিস করাতে হত। তাঁর কিডনির প্রয়োজন ছিল।
মাস ছ’য়েক আগে গাড়িতে লেখা ওই মেসেজটি দেখেন গার্ডি। যা দেখে তাঁর মনে হয়েছিল, সত্যি তাঁর কিছু করার দরকার।গার্ডি নিজের কয়েকটি শারীরিক পরীক্ষা করান। তারপর নিশ্চিত হন তিনি কিডনি দান করতে পারেন। যোগাযোগ করেন ল্যাসোন্ডা ও তাঁর ছেলে ড্যানিয়েলের সঙ্গে। এক বুধবার তাঁরা তিন জন কার্লেস্টন হাসপাতালে দেখা করেন।
আরও পড়ুন : আশ্রয়দাতা বাবাকে কিডনি দান করে জীবন ফিরিয়ে দিলেন পালিতা মেয়ে
আরও পড়ুন : পায়ে কিডনি! বিরল রোগে ভুগছে ১০ বছরের এই বালক
সফলভাবে কিডনি প্রতিস্থাপন হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রপচার সফল হয়েছে। এখন দুজনেই সুস্থ হয়ে উঠছেন।
ড্যানিয়েল ও ল্যাসোন্ডা ধন্যবাদ জানিয়েছেন গার্ডিকে। ড্যানিয়েলের মা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, গার্ডি আমার ছেলেকে বাঁচার আরও একটা সুযোগ করে দিয়েছেন।
ড্যানিয়েল গার্ডিকে ধন্যবাদ দিয়ে বলেছেন, আমরা এখন আর পরিচিত নই, আমরা এখন একই পরিবারের সদস্য।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy