কিন্তু, নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই ডেনমার্ক ছেড়ে চলতি বছরের জুনে কাতারে পাড়ি দেন জোয়ানা।
আর পাঁচটা সাধারণ মেয়ের মতো তিনি। আবার তাদের থেকে এক্কেবারে আলাদাও।
বয়স বছর তেইশ। কিন্তু, মাত্র একুশ বছরেই আইএস জঙ্গিদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে নেমেছেন কুর্দিশ যুবতী জোয়ানা পালানি। ১৯৯৩-তে ইরাকের রামাদিতে রাষ্ট্রপুঞ্জের এক শরণার্থ শিবিরে জন্ম ইরানিয়ান-কুর্দ জোয়ানার। উপসাগরীয় যুদ্ধের সময় পরিবার যখন তাঁকে নিয়ে ডেনমার্কে আশ্রয় নেয়, জোয়ানা তখন খুবই ছোট। ইউরোপীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অসমাপ্ত রেখেই যোগ দেন কুর্দদের নিজস্ব সেনাবাহিনী পেশমেরগায়। সিরিয়া ও ইরাক থেকে আইএস তাড়ানোর যুদ্ধে নাম দিয়েছিলেন জোয়ানা। এরই মাঝে সোশ্যাল মিডিয়ার সাড়া ফেলেছেন এই লাস্যময়ী সুন্দরী। শিরোনামে উঠে এসেছে জোয়ানার কাহিনি। গ্যালারির পাতায় জোয়ানার জীবনের নানা মুহূর্ত।
ছবি: সংগৃহীত।
আরও পড়ুন
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy