Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Octopus

মুখে অক্টোপাস নিয়ে ছবি তুলে পস্তাচ্ছেন এই মহিলা! কেন জানেন?

অক্টোপাস দেখে জেমির মনে ছবি তোলার ইচ্ছা হয়। জার্বির ফটোগ্রাফি প্রতিযোগিতার জন্য তিনি মুখে অক্টোপাস রেখে ছবি তোলার সিদ্ধান্ত নেন।

মুখে অক্টোপাস নিয়ে জেমি। ছবি ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।

মুখে অক্টোপাস নিয়ে জেমি। ছবি ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৯ ১৯:১৮
Share: Save:

আমেরিকার ওয়াশিংটনের বাসিন্দা ৪৫ বছরের জেমি বিসসেগলিয়া। গত সপ্তাহে তিনি ঘুরতে গিয়েছিলেন টাকোমা ন্যারোজ ব্রিজে। সেখানে গিয়ে তাঁর দেখা হয় এক মৎস্যজীবীর সঙ্গে। তিনি অক্টোপাস সহ বেশ কয়েকটি মাছ ধরে ছিলেন। অক্টোপাস দেখে জেমির মনে ছবি তোলার ইচ্ছা হয়। জার্বির ফটোগ্রাফি প্রতিযোগিতার জন্য তিনি মুখে অক্টোপাস রেখে ছবি তোলার সিদ্ধান্ত নেন।

সেই মতো মুখে অক্টোপাস নিয়ে ছবি তোলা শুরু করেন তিনি। সেই ছবি পোস্ট করা হয়েছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। তার পরই ভাইরাল হয়েছে সেই সব ছবি।

কিন্তু অক্টোপাস মুখে রেখে ছবি তোলার অভিজ্ঞতা মোটেই সুখের হয়নি জেমির পক্ষে। কারণ, দু’হাত ছড়িয়ে মুখে অক্টোপাস রেখে ছবি তোলার সময় বেশ কয়েকটি কামড় খেয়েছেন তিনি। শুধু তাই নয়, নিজের শুঁড় দিয়ে অক্টোপাস এমনভাবে ধরেছিল জেমির মুখ। যে তা ছাড়াতে ছবি তোলার পর শেষমেশ যেতে হয় হাসাপাতালে।

Can you say CRAZY 😜! Yes, that is an octopus 🐙 on my face!! I didn’t know they had a beak that they can inject into you. Well it happened to me. Ouch 😬🙄! My chin is swollen up and would not stop bleeding and now it’s just oozing. But, I’m going to cook it for dinner! LMFAO Great day on the water! #southsoundsalmonsisters #yeti #southsoundsalmonqueen #octopus

A post shared by Jamie Bisceglia (@south_sound_salmon_queen) on

সেজন্যই জেমি সেখানকার এক স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘ছবি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমি অক্টোপাস নিয়ে ছবি তুলেছিলাম। এখন মনে হচ্ছে, সেটাই আমার সবথেকে বড় ভুল।’’

আরও পড়ুন: প্রায় ২৪ লক্ষ শিশুর প্রাণ বাঁচিয়েছে এই ব্যক্তির রক্ত!

আরও পড়ুন: নির্বাচনী প্রতিশ্রুতি রাখেননি মেয়র, শাস্তি হিসাবে স্কার্ট পরিয়ে শহর ঘোরালেন বাসিন্দারা!

অন্য বিষয়গুলি:

Octopus USA Viral
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy