উবর হেলিকপ্টার। ছবি টুইটার থেকে নেওয়া।
উবর, ওলার মতো অ্যাপ ক্যাব পরিষেবা এসে নিত্যদিনের যাতায়াতে আমূল পরিবর্তন এনেছে। কিন্তু আমেরিকার নিউ ইয়র্ক শহরের এক বাসিন্দা চমকে গেলেন, যখন উবরের পরিষেবা নিতে গিয়ে তিনি দেখলেন ক্যাবের থেকে উবরের কপ্টার পরিষেবা পাওয়া যাচ্ছে সস্তায়। যা দেখে রীতিমতো চমকে গিয়েছিলেন তিনি। সেই ঘটনার স্ক্রিনশটের ছবি তিনি শেয়ার করেছেন নিজের টুইটার হ্যান্ডল থেকে। তার পরই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।
নিকোল নামের নিউ ইয়র্কের ওই বাসিন্দা বাড়ি থেকে জন এফ কেনেডি বিমানবন্দর যাওয়ার জন্য উবর ক্যাব বুক করছিলেন। সে সময় অ্যাপে তাঁকে দেখায় তাঁর বাড়ি থেকে বিমানবন্দর যেতে উবরএক্স-এ লাগবে ১২৬ ডলার। উবর পুল পরিষেবা নিলে তাঁকে দিতে হবে ১০২ ডলার। কিন্তু তিনি যদি উবরেরই কপ্টারে যান, তাঁর লাগবে ১০১ ডলার! ক্যাবের থেকে কপ্টার সার্ভিস সস্তা হওয়ায় স্বাভাবিক ভাবেই চমকে যান তিনি।
সস্তা হওয়ায় কপ্টারে করেই গিয়ছিলেন তিনি। এই অদ্ভুত ঘটনা নিয়েই বিভিন্ন রকম মন্তব্যে নিকোলের পোস্ট ভরিয়েছেন নেটিজেনরা। দেখুন সেই পোস্ট—
WHY THE FUCK IS THE UBER HELICOPTER THE CHEAPEST OPTION pic.twitter.com/sfemdDsoC0
— nicole loves harry (@nicoleej0hnson) December 23, 2019
আরও পড়ুন: সাত বছরের ছেলের উপর ঝাঁপিয়ে পড়ল বাঘ! তার পর কী হল জানতে দেখুন ভিডিয়ো
আরও পড়ুন: এ ভাবে গোল বাঁচালে গর্বিত হতেন অলিভার কানও! দেখুন ভিডিয়ো
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy